Advertisement
Advertisement

ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সরকারি প্রকল্পের টাকা, থানায় অভিযোগ দায়ের মহিলার

তদন্তে বনগাঁ থানার পুলিশ।

Bongaon: Govt housing project fund vanishes from woman’s bank account
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2018 11:44 am
  • Updated:May 25, 2018 11:44 am

সোমনাথ পাল, বনগাঁ : স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও সরকারি প্রকল্পের টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বনগাঁর এক গৃহবধূ। ওই মহিলার দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু, অভিযোগ খতিয়ে দেখা তো দূর অস্ত, উলটে তিনিই টাকা তুলেছেন বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ।

[কাটোয়ায় আতঙ্ক, অজানা ঘাতকের হাতে প্রাণ গেল ৬৮টি ভেড়ার]

Advertisement

রান্নার গ্যাসে ভরতুকির মতোই সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্যও টাকা পাওয়া যায়। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় সরকার। স্টেট ব্যাংক মারফত আর্থিক লেনদেন হয়। তেমনই একটি প্রকল্পের আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলেন বনগাঁর ট্যাংরা কলোনির বাসিন্দা গৃহবধূ সবিতা হালদার। স্টেট ব্যাংকের স্থানীয় শাখায় অ্যাকাউন্টও খুলেছিলেন তিনি। কিন্তু, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, সবিতাদেবী পুরো টাকা হাতে পাননি বলে অভিযোগ।ওই গৃহবধূর দাবি, গত ২৩ ও ২৪ মে তাঁর অজান্তেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্টেট ব্যাংকের কিয়স্ক পাসবই আপডেট করতে গিয়ে ঘটনাটি নজরে আসে সবিতা হালদারের। অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে উধাও হয়ে গেল?  তা জানতে বনগাঁয় স্টেট ব্যাংকের ট্যাংরা কলোনি শাখায় যোগাযোগ করেছিলেন তিনি। সবিতা চৌধুরীর অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তিনিই নাকি টাকা তুলে নিয়েছেন। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন সবিতা। তদন্তে পুলিশ।

[রিষড়ায় নিরাপত্তা সংস্থার আধিকারিককে পিটিয়ে খুন, গ্রেপ্তার ২ যুবক]

নাগরিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রের প্রধান আবাস যোজনায় যে টাকা পাওয়া যায়, তার একটা অংশ দেয় রাজ্য সরকারও। এ রাজ্যে আবার ‘আমার বাড়ি’ নামে  আলাদা একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সঙ্গে কেন্দ্রের কোনও সম্পর্ক নেই। পুরো টাকা দেয় রাজ্য সরকারই।

[বারান্দায় দাঁড়িয়ে অশরীরী! হাসপাতালে ভূতের ভিডিও ঘিরে তোলপাড় দার্জিলিং

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement