সোমনাথ পাল, বনগাঁ: তোলাবাজির টাকা না দেওয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর-সহ বন্দুকের নল উঁচিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ওই ইঞ্জিনিয়ারের নাম সুরজিৎ দে। মঙ্গলবার রাতে বনগাঁ থানার খয়রামারি এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই দিন রাতে কয়েক জন সহকর্মীর চেষ্টায় কোনওরকমে ওই দুষ্কৃতীদের হাত থেকে প্রাণরক্ষা পান ওই ইঞ্জিনিয়ার। তবুও বুধবার বনগাঁ মহাকুমা হাসপাতালের বেডে বসে মঙ্গলবার রাতের ঘটনায় যেন আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে আক্রান্তকে।
[সৎ বাবার অত্যাচারে স্কুলে আত্মহত্যার চেষ্টা শিশুকন্যার, গ্রেপ্তার দম্পতি]
ওই ঠিকাদারি সংস্থার মালিক জানান, পৌরসভার কাছ থেকে কাজের বরাত পেয়ে বনগাঁ থানার ঢিলছোঁড়া দুরত্বে প্রায় পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে কয়েক মাস ধরে। কাজের জন্য কোম্পানি নিযুক্ত ছেলেরা স্থানীয় এলাকায় ভাড়া থেকে কাজকর্ম দেখাশোনা করে। ওই দিন রাতে জনা দশেকের একদল দুষ্কৃতী গভীর রাতে প্রথমে সুরজিতের ভাড়াবাড়িতে ঢুকে তার কাছে মোটা অঙ্কের তোলাবাজির টাকা দাবি করে। সুরজিৎ তা দিতে অস্বীকার করায় ওই দুষ্কৃতীরা সুরজিৎকে বেধড়ক মারতে মারতে ঘরের ভিতর থেকে বাইরে অন্ধকারে নিয়ে আসে| এর সঙ্গে চলে গালিগালাজ। বন্দুকের নলমাথায় ঠেকিয়ে খুনের হুমক। প্রাণ ভয়ে আক্রান্তের চিৎকার শুনতে পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসে তারই সহকর্মী বন্ধুরা। এর পরেই ওই বন্ধুদের ও স্থানীয় এক প্রৌঢ়ার চেষ্টায় ওই দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে রক্ষা পান সুরজিৎ। ততক্ষণে সুরজিতের ঘর লন্ডভন্ড করে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় প্রায় ২৫ হাজার টাকা। দুষ্কৃতীরা যখন উন্মত্ত অবস্থায় তাণ্ডব চালাতে ব্যস্ত, ঠিক ওই সময়ই গোপনে পালিয়ে প্রাণ হাতে বনগাঁ থানায় রক্তাক্ত অবস্থায় ছুটে আসেন আক্রান্ত ইঞ্জিনিয়ার। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।beaten ঘটনায় পুরসভা ও আক্রান্তের পক্ষ থেকে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে। ঠিকাদার সংস্থার মালিক জানান, ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী অধ্যুষিত এলাকায়ও কাজ করেছি কিন্তু এই ঘটনা জীবনে প্রথম। পুরসভার পক্ষ থেকে সরকারি কাজে তোলাবাজির ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পুলিশে জানানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে মহকুমাজুড়ে খানাতল্লাশি শুরু করেছে পুলিশ।
[দারিদ্র্যই আশীর্বাদ! মাতৃদুগ্ধের স্বাদ পাচ্ছে উলুবেড়িয়ার কয়েক হাজার শিশু]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.