সন্দীপ মজুমদার,উলুবেড়িয়া: রাস্তা তৈরি হচ্ছে এলাকায়৷ সরকারি ওই রাস্তার কাজ দেখভালের দায়িত্ব ছিল শাহ আলমের কাঁধে৷ বেশ কয়েকজন দুষ্কৃতী আলমের থেকে টাকা দাবি করে৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তিনি৷ তাই দুষ্কৃতীদের রোষের মুখে ওই সুপারভাইজার৷ রীতিমতো বোমা ও অস্ত্র নিয়ে হামলা চলল তাঁর উপর৷ এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে বাগনানের পিপুল্যান৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বাগনানের পিপুল্যানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতে এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল৷ সুপারভাইজার হিসাবে সেই কাজের দেখভাল করছিলেন শাহ আলম৷ অভিযোগ, সেই সুযোগে দুষ্কৃতীরা সুপারভাইজারের কাছে তোলা চায়৷ কিন্তু সুপারভাইজার শাহ আলম তোলা দিতে অস্বীকার করেন৷ বেশ কয়েকদিন ধরে সরকারি রাস্তার সামগ্রী চুরি ও লুটপাটও করে দুষ্কৃতীরা৷ এমনকী, শাহ আলমকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন আলম৷ অভিযোগ, সেই সময় আচমকাই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়৷ আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা৷ সুপারভাইজারের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসেন৷ অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতীরা ওই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে। গ্রামবাসীরা যদিও বোমা-সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করে৷
খবর দেওয়া হয় বাগনান থানায়৷ পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়৷ আকবর আলি নামে ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে চারটি বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদলের বাকিদের খোঁজে পিপুল্যান এলাকার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ ওই বাড়িগুলি থেকে পুলিশ বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং একটি পিস্তল উদ্ধার করেছে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সুপারভাইজার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.