Advertisement
Advertisement
বোমাবাজি

দুবরাজপুরে বোমাবাজিতে আহত ৪ বিজেপি কর্মী, অভিযুক্ত শাসকদল

অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেতারা।

Bombs hurled during Dubrajpur violence, 4 BJP workers hurt

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 4, 2019 6:10 pm
  • Updated:July 4, 2019 6:10 pm  

নন্দন দত্ত, সিউড়ি: বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। বোমার তীব্রতায় গুরুতর জখম হয়েছন চার বিজেপি কর্মী। গেরুয়া শিবিরের অভিযোগ, তাঁদের দলীয় কার্যালয় লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমাবাজি করে তৃণমূলের কর্মীরা। শাসকদলের পালটা অভিযোগ, সভা চলাকালীন তাঁদের ওপর হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। বুথ সভাপতি-সহ দুই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগও তুলেছেন তাঁরা।

[আরও পড়ুন: কাটমানি ফেরতের দাবি, বাঁকুড়ায় তৃণমূল নেতাদের আটকে বিক্ষোভ]

মঙ্গলবার বিকেলে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্থানীয়দের একাংশের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মিছিল থেকে বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে বলেন, ‘জয় শ্রীরাম বলে আমাদের দলে চলে এসো।’ বিজেপি কর্মীর এই উক্তিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা থেকেই যায় গ্রামে। যার রেশ গড়ায় পরেরদিনও৷

Advertisement

বুধবার রাতে গ্রামের কার্যালয়ে বসেছিলেন বিজেপি কর্মীরা। কিছু দূরে তৃণমূলের কার্যালয়ে দলীয় সভা চলছিল। বিজেপির অভিযোগ, সভা শেষ হওয়ার পরেই তৃণমূল কর্মীরা বিজেপির কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। বোমার শব্দে কেঁপে ওঠে জামথলিয়া গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় আহত হন চার বিজেপি কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।

[আরও পড়ুন: ঘরে-বাইরে আচমকা আগুন! আতঙ্ক চন্দ্রকোনার গ্রামে]

বিজেপি নেতা মুস্তাক হোসেন জানান, “আমরা কার্যালয়ে বসেছিলাম। তৃণমূলের কর্মীরা নিজেদের কার্যালয়ে মিটিং করছিল। সভা শেষ হওয়ার পরই আচমকা তাঁরা আমাদের পার্টি অফিস লক্ষ্য করে মুড়িমুড়কির মত বোমাবাজি শুরু করে। ঘটনার জেরে চার বিজেপি কর্মী আহত হয়েছেন।” যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে পারুলিয়ার অঞ্চল সভাপতি স্বপন মণ্ডল। তিনি বলেন, “আমাদের দলের কর্মীরা মিটিং করছিল। তখন বিজেপির লোকজন বোমাবাজি করে। এমনকী তৃণমূলের বুথ সভাপতি শেখ সাইদুল ও নেতা শেখ আনোয়ারের বাড়িতেও ভাঙচুর চালায়। বোমার আতঙ্কে পালাতে গিয়ে আহতও হয়েছেন কয়েকজন।” খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সদাইপুর থানার পুলিশ। এই প্রথম নয়, ভোটপর্বে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে পারুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রাম। ভোটপর্ব শেষে দীর্ঘদিন কেটে গেলেও ছবিটা কার্যত একই। যার জেরে আতঙ্কে স্থানীয়রা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement