Advertisement
Advertisement

Breaking News

Nandigram

রাতের অন্ধকারে নন্দীগ্রামে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় শুভেন্দু

শুভেন্দু অধিকারী প্রতিশোধ নিতেই এই কাজ করেছেন, অভিযোগ আক্রান্তের পরিবারের।

Bombs hurled at TMC leader's house at Nandigram. Suvendu Adhikari accussed | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:December 16, 2022 12:43 pm
  • Updated:December 16, 2022 12:58 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: পঞ্চায়েত নির্বাচনের আগে ফেরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। রাতের অন্ধকারে গোকুলনগরে তৃণমূল বুথ সভাপতি স্বপন করের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। এই ঘটনায় সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) কাঠগড়ায় তুলল স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। ব্লক সভাপতির অভিযোগ, গোটা ঘটনা শুভেন্দুর নেতৃত্বে ঘটেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রতিশোধ নিতেই বুথ সভাপতির বাড়িতে হামলা চলে। এ বিষয়ে অবশ্য এখনও মুখে কুলুপ গেরুয়া শিবিরের।

নন্দীগ্রামের গোকুলনগর এলাকায় তৃণমূলের বুথ সভাপতি স্বপন কর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ। মুহূর্মুহু চার, পাঁচটি বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। সকাল হওয়ার পরই স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপনবাবু। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।

Advertisement

[আরও পড়ুন: হিমাচল ও দিল্লির ফলে অসন্তুষ্ট মোদি, আট রাজ্যের ফলের উপর নির্ভর করছে নাড্ডার ভবিষ্যৎ]

নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের স্পষ্ট অভিযোগ, ”পঞ্চায়েত ভোটের আগে বিজেপির (BJP) পায়ের তলা মাটি সরে যাচ্ছে। তাই এভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা। এই ঘটনা পুরোপুরি শুভেন্দুর নেতৃত্বে ঘটেছে। ওর বিরুদ্ধে মামলার প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু ও ভুলে গিয়েছে, নন্দীগ্রামের মানুষজন শুভেন্দু অধিকারী নয়, নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এসব করে কোনওভাবেই তৃণমূলকে রোখা যাবে না।” 

[আরও পড়ুন: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নামল তাপমাত্রার পারদ, ১৪ ডিগ্রিতে জবুথবু রাজ্য]

স্বপনবাবুর বাবার অভিযোগ, গত ১০ নভেম্বর গোকুলনগরের শহিদ মঞ্চ ভাঙচুর করা হয়। সেই ঘটনায় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই প্রতিশোধ নিতেই শুভেন্দুর নেতৃত্বে ছেলের উপর হামলা চলে। প্রসঙ্গত, গোকুলনগর এলাকা শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা। সেখানে তাঁর দাপটও রয়েছে ভাল। ফলে গোকুলনগরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় স্বভাবতই বিরোধী দলনেতার নামই উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement