ছবি: প্রতীকী
দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর থানা এলাকার মালঞ্চ এলাকার মণ্ডলপাড়া৷ পুরনো বিবাদের জেরে বোমাবাজি থেকে আরম্ভ করে একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বুধবার রাতে৷ ভাঙচুর চালানো হয় একটি দোকানেও৷ ক্যাশবাক্স থেকে টাকাও নিয়ে পালিয়েছে দুষ্কৄতিরা৷
[দুধের শিশুকে খুবলে খেল চিতাবাঘ, তাজ্জব বনদপ্তরের আধিকারিকরা]
ঠিক কী ঘটনা হয়েছে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৄতীদের হাতে হকিস্টিক থেকে আরম্ভ করে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, রাস্তায় ও বাড়ির মধ্য থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা৷ জানা গিয়েছে, এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ৷ বুধবার সন্ধেবেলায় বোমার আওয়াজে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা৷ এই ঘটনায় রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[হাসপাতালে ভরতির আবদার, দাবি না মেটায় চিকিৎসককে খুনের চেষ্টা মদ্যপের]
পুলিশ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি সক্রিয় কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ ঘটনায় অভিযোগের তির স্থানীয় সৌম্য আঢ্য, বাসু, তাপস, কৈলাস প্রবীর মণ্ডলের দলবলের বিরুদ্ধে৷ জলসাকে কেন্দ্র করে বিবাদ থাকলেও সিন্ডিকেটের মাল সরবরাহ, এলাকার জমির দালালিকে কেন্দ্র করে এলাকা দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.