সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বোমাবাজির অভিযোগ। বোমার তীব্রতায় জখম বছর পাঁচেকের এক শিশুকন্যা। অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের কর্মী হওয়ায় ওই পরিবারের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
ভোট পর্বে বারবার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কোথাও শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের সদস্যরা। কোথাও আবার আক্রমণের শিকার খোদ শাসকদলের কর্মীরাই। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে দত্তপুকুরের বাবপুর এলাকায় পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর তাঁরা জানতে পারেন এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজির পর চম্পট দিয়েছে কয়েকজন যুবক।
জানা গিয়েছে, ওই বাড়ির যে জানলা লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমাবাজি করে, সেখানে ঘুমোচ্ছিল বছর পাঁচেকের এক শিশু। বোমার তীব্রতায় একটি পাথর ছিটকে তার চোখে লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুর চোখ। তবে আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷ তার পাশাপাশি, ওই বাড়ির জানলাও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে ঘটনাটি জানিয়ে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে খবর, বরাবরই ফরওয়ার্ড ব্লক কর্মী হিসেবে এলাকায় পরিচিত ওই পরিবার। সেই কারণে পঞ্চায়েত ভোটের ওই পরিবারকে হেনস্তা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, এলাকায় কার্যত সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তারা। ১৯ মে সপ্তম দফায় বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। সেই কারণেই এখন ফের এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই ঘটনা বলেই দাবি স্থানীয়দের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের নেতাকর্মীরা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগসাজশ নেই বলেই দাবি তাঁদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.