Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

তৃণমূল ও বাম-কংগ্রেসের অশান্তি, রানিনগরে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি

বোমাবাজির পর থমথমে এলাকা, চলছে পুলিশের টহলদারি।

Bombing in Raninagar, Murshidabad
Published by: Subhankar Patra
  • Posted:July 6, 2024 11:16 am
  • Updated:July 6, 2024 11:36 am  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। তৃণমূল ও সিপিএম-কংগ্রেস সমর্থকরদদের মধ্যে বোমাবাজি। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শনিবার সকালে রানিনগরের ডেপুটিপাড়ায় পড়ল মুড়ি-মুড়কির মতো বোমা। ঘটনায় জখম হয়েছেন দুজন। তাঁদেরকে মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রতবার রাতে। এলাকার কংগ্রেস কর্মী বলে পরিচিত তোতা শেখ বাজার থেকে ফেরার সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ কংগ্রেসের। ঘটনায় গুরুতর জখম তোতা মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি। 

Advertisement

[আরও পড়ন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মহিলা]

তার পরেই এদিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল (TMC) ও কংগ্রেস-সিপিএমের সর্মথকদের মধ্যে বোমাবাজি শুরু হয়। সকালের ঘটনায় জখম মুরসালিম মণ্ডল ও জাহাঙ্গীর আলম মণ্ডল নামে দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাঁদেরও মুর্শিদাবাদ মেডিক্যালে (Murshidabad Medical College) ভর্তি করা হয়েছে।

তৃণমূলের দাবি, জোট কর্মীদের ছোড়া বোমায় তাঁদের কর্মীরা জখম হয়েছেন। যদিও এলাকার কংগ্রেস নেতৃত্বের দাবি,  ওই দুই তৃণমূল কর্মী নিজেদের ছোঁড়া বোমায় জখম হয়েছেন। ঘটনায় খবর পেয়ে ডোমকলের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ আসে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। চলছে পুলিশের টহলদারি।

এর আগে লোকসভা ভোটের ফলাফলের দুুইদিন আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই ঘটনার ঠিক মতো মাস ঘুরতে না ঘুরতে আবারও বোমাবাজি। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement