Advertisement
Advertisement

Breaking News

Purba Bardhaman

পুরনো বিবাদ! পিকনিক থেকে ফেরার পর দুই পাড়ার বোমাবাজি, গ্রেপ্তার ২

কয়েকমাস আগে রামপুর হাইস্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্টেকে কেন্দ্র করে গ্রামের উত্তর ও দক্ষিণ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল।

Bombing in Purba Bardhaman Golsi, police Arrest 2 people

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 15, 2025 4:27 pm
  • Updated:January 15, 2025 4:33 pm  

অর্ক দে, বর্ধমান: পিকনিকে গিয়ে গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত গলসি। চলে বোমাবাজি। ঘটনায় গ্রেপ্তার ২। গ্রাম্য বিবাদ থেকে ঘটনাটি ঘটেছে বলে অনুমান। বিষয়টিতে রাজনৈতিক যোগ আছে বলে ধারনা বিরোধীদের। ঘটনায় পর আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

মঙ্গলবার পৌষ সংক্রান্তির উপলক্ষে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বাসিন্দারা এলাকার গলিগ্রামের কাছে ডিভিসির সেচ ক্যানেলের পাড়ে বনভোজন করতে যায়। সেখানে মদ্যপান করেন অনেকেই। পিকনিক থেকে রাতে বাড়ি ফেরার সময় উত্তরপাড়ার এক ব্যক্তির টোটো রাস্তায় উলটে যায়। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে দুপাড়ার লোকেরা একে অপরকে কটূক্তি ও গালাগালি করতে থাকেন। সেখান থেকে গ্রামে ফিরলে দক্ষিণপাড়ার লোকেদের সঙ্গে উত্তরপাড়ার বিবাদ বাধে। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এই সময় আচমকা তিনটি বোমা ফাটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পালিয়ে যায় বিবাদমান দুই গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন আধিকারিকরা।

Advertisement

কয়েকমাস আগে গলসি রামপুর হাইস্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্টেকে কেন্দ্র করে গ্রামের উত্তর ও দক্ষিণ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেসময় গ্রামের বাসিন্দারাই বিষয়টি মিটমাট করে দেন। তবে তারপরও দুপাড়ার মধ্যে বিদ্বেষ কমেনি। ওই আবহে একইদিনে পিকনিক করতে যান দুই পাড়ার বাসিন্দারা। অনুমান, আগের আক্রোশ থেকেই মঙ্গলবারের ঘটনা ঘটে। কিন্তু বোমা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement