Advertisement
Advertisement
MP Arjun Singh

অর্জুন সিংয়ের খাসতালুকে দফায়-দফায় বোমাবাজি, পুলিশের বিরুদ্ধে কমিশনে যাচ্ছেন সাংসদ

লাভপুরেও বোমাবাজি। সামশেরগঞ্জ থেকে উদ্ধার জার ভরতি বোমা।

Bombing at Vatpara near MP Arjun Singh's house spreads scare ahead of WB Assembly Election 2021 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 18, 2021 9:20 am
  • Updated:March 18, 2021 9:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। কোথাও বোমাবাজি (Bombing) তো কোথাও হাতাহাতির ঘটনা ঘটছে। যেমন বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া (Vatpara)। দাপুটে সাংসদের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশও কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি অর্জুনের। এ নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনেও যাবেন বলে জানিয়েছেন সাংসদ। অন্যদিকে, মুর্শিদাবাদ থেকে জার ভরতি বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে ৮ নং গলিতে এলাকায় বোমাবাজি শুরু হয়। ৮-১০টি বোমা পড়ে বলে অভিযোগ। সেই সময় এক বৃদ্ধ জখম হন। উল্লেখ্য, এই এলাকাতেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি। বোমাবাজির সময় বাড়ি ছিলেন না সাংসদ। সন্ধেতে এলাকায় জগদ্দল থানার পুলিশ আসে। তাঁদের সামনেই  আরও এক দফা বোমাবাজি হয়। তখন ঘটনাস্থলে আসেন সাংসদও। অভিযোগ, সেই সময় অর্জুন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এদিকে দ্বিতীয় দফা বোমবাজিতে এক ১৪ বছরের কিশোর জখম হয় বলে খবর।

Advertisement

[আরও পড়ুন : ভোটে লড়বেন মুকুল-শমীক-রুদ্রনীল! আজই বাকি ১৬৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির]

এদিকে ঘটনাটি যখন ঘটে সেই সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন সাংসদ। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছেন অর্জুন সিং। বোমাবাজির ঘটনায় থমথমে গোটা এলাকা। রাতে ব়্যাফ নামানো হয়েছিল বলে খবর। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। সাংসদের কথায়, তৃণমূলের দালালি করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থায় নিচ্ছে না তারা।

এদিকে ভোটের আগে সামসেরগঞ্জ থানার সিকদারপুর গ্রামে। একটি পরিত্যক্ত জমি থেকে জার ভরতি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। কে বা কারা সেখানে বোম গুলো রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এদিন রাতে সিকদারপুর গ্রামের রিটন শেখের বাড়ির সামনে শৌচাগারের পিছন দিকে পরিত্যক্ত একটি জায়গায় বোমা রাখা আছে বলে খবর পায় পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে জার ভরতি বোমা। যদিও জারে মোট কতগুলো বোমা রয়েছে তা এখনও জানা যায়নি। অন্যদিকে লাভপুরেও তৃণমূল নেতার বাড়িতে বোমবাজির অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন : সাঁইবাড়ি গণহত্যা বেমালুম ভুলল কংগ্রেস, তীব্র কটাক্ষ তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement