Advertisement
Advertisement

Breaking News

BIRBHUM

মাড়গ্রামে TMC নেতা খুনে অভিযুক্ত কংগ্রেস কর্মীর বাড়িতে মিলল ব্যাগ ভরতি বোমা! চাঞ্চল্য এলাকায়

পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়াতেই কি মজুত করা হয়েছিল বোমা?

Bomb recovered from a congress workers house in Birbhum | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2023 12:46 pm
  • Updated:February 10, 2023 12:46 pm  

নন্দন দত্ত, বীরভূম: বীরভূমের মাড়গ্রামে বোমাবাজি ও তৃণমূল নেতা খুনের ঘটনার অভিযুক্ত কংগ্রেস কর্মীর বাড়িতে মিলল বোমা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। নিষ্ক্রীয় করা হচ্ছে বোমাগুলি।

বীরভূমের (Bibhum) মাড়গ্রামে বোমাবাজি ও তৃণমূুল নেতা (TMC leader) খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছে সুজাউদ্দিন শেখ নামে এক ব্যক্তি-সহ তিনজনকে। তাদের লাগাতার জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির লেবু গাছের তলায় তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মিলেছে ১২ থেকে ১৫ টি বোমা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ওই গাছের নিচে এল এত বোমা? পঞ্চায়েত ভোটের আগে অশান্তি ছড়াতেই কী বোমা মজুত করা হয়েছিল? জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে সুজাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবি, কীভাবে বাড়ির মধ্যে বোমা এসেছে, তা তাঁদের জানা নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘নিষিদ্ধপল্লির মা-বোনেদেরও সম্মান রয়েছে, ওর নেই’, সুমন কাঞ্জিলালকে বেনজির আক্রমণ BJP নেতার]

প্রসঙ্গত, গত শনিবার রাত থেকেই উত্তপ্ত বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম। মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখ, সুজাউদ্দিন নামে তিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় দুজনের। ঘটনার জন্য স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন, তার ছেলে শেখ লাকি, শেখ বাপির দিকে আঙুল তোলা হয়। তাদের কড়া শাস্তির দাবিতে এদিন গ্রামে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: কারও ২৫, কারও ৫০ হাজার! ‘ভূতুড়ে’ বিল না মেটানোয় অন্ধকারে গোটা গ্রাম, বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement