Advertisement
Advertisement

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে, জখম কালনার যুবক

ঘটনায় একে অপরকে দোষারোপ করছে শাসক-বিরোধী দুই পক্ষই।

Bomb maker injured in accidental blast

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 12, 2019 1:18 pm
  • Updated:March 12, 2019 1:18 pm  

সৌরভ মাজি, কালনা: বোমা বিস্ফোরণে জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে, বর্ধমানের পূর্বস্থলীর নসরৎপুর গ্রাম পঞ্চায়েতের চরগোয়াল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম আফসার শেখ (৪০)। সূ্ত্রের খবর, এলাকার একটি খেত থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল উদ্ধার হয়েছে পাঁচটি বোমা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[ আবাস যোজনায় নাম নথিভুক্ত নেই, অথচ মিলল শংসাপত্র! হতবাক ব্যক্তি]

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সোমবার পূর্বস্থলীর চর গোয়ালপাড়া এলাকায় একটি ভুট্টা খেতে রক্তাক্ত অবস্থায় এলাকারই এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর নাম আফসার শেখ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আফসার শেখের বাম হাতে ও ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ),  কালনা মহকুমা পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, ওই এলাকা থেকে উদ্ধার  হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করবে বম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খেতে বোমা বাঁধছিলেন ওই যুবক। সেই সময় বিস্ফোরণ ঘটার ফলে আহত হয়েছেন আফসার।

Advertisement

[ প্রার্থীতালিকায় নাম থাকবে তো? ভোটের আগে জ্যোতিষীই ভরসা নেতাদের ]

নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে এই ঘটনা প্রকাশ্যে আসায় শাসক-বিরোধী উভয়ের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কালনা-কাটোয়া জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, “আমাদের মনে হয় শাসকদলই ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য বোমা মজুত করছে”। যদিও বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে তৃণমূল। নসরৎপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আনারুল মণ্ডলের  অভিযোগ, “তৃণমূল এই ধরনের ঘটনায় যুক্ত নয়। আমাদের মনে হয় বিজেপিই এই ঘটনায় যুক্ত”।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement