Advertisement
Advertisement
বোমাবাজি, খাদ্য কর্মাধ্যক্ষ

অনুব্রতর গড়ে বোমাবাজি, বরাতজোরে রক্ষা যুব তৃণমূল নেতার

অভিযোগের তির বিজেপির দিকে৷

Bomb charged in TMC leader's car at Birbhum's Dubrajpur
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2019 12:17 pm
  • Updated:April 17, 2019 4:02 pm  

নন্দন দত্ত, সিউড়ি: ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম৷ অনুব্রত মণ্ডলের গড়েই বোমাবাজি দুষ্কৃতীদের৷ একটুর জন্য বরাতজোরে রক্ষা পেলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল সভাপতি কাশেমুল হক৷ তবে তাঁর গাড়ির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই ঘটনার সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে বলেই দাবি তৃণমূলের৷ যদিও গেরুয়া শিবিরের তরফে দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ পালটা গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছেন জেলা বিজেপি সভাপতি৷ রাজনৈতিক টানাপোড়েন যাই চলুক না কেন এখনও এ বিষয়ে কোনও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি৷

[ আরও পড়ুন: কেশপুরে ভোটপ্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের খুনের হুমকি দিলীপ ঘোষের]

নির্বাচনী উত্তাপে দেশের বিভিন্ন জায়গার মতো ফুটছে বীরভূমও৷ বিরোধী-শাসক জোরকদমে চালিয়ে যাচ্ছে প্রচার৷ প্রতিদিনই লেগে রয়েছে মিটিং-মিছিল৷ রবিবাসরীয় প্রচারেও কোনও খামতি রাখেনি রাজনৈতিক দলগুলি৷ অন্যথা হয়নি তৃণমূলের ক্ষেত্রেও৷ চিনপাই গ্রামে ওইদিন সভা ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের৷ ওই সভাতেই গিয়েছিলেন দুবরাজপুরে খাদ্য কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল সভাপতি কাশেমুল হক৷ সভা শেষ হতে বেশ রাত হয়ে যায়৷ নিজের গাড়িতে চড়েই বাড়ি ফিরছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ৷ তরুলিয়া মোড়ের কাছে পৌঁছানো মাত্রই তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা৷ বোমার আঘাতে গাড়ির জানলার প্রায় সবকটি কাচই ভেঙে গিয়েছে৷ তবে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে লুকিয়ে পড়ায় বরাতজোরে রক্ষা পান খাদ্য কর্মাধ্যক্ষ৷ বেশ কিছুক্ষণ বোমাবাজির পর চম্পট দেয় দুষ্কৃতীরা৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপি নেতার দোকানে ভাঙচুর, প্রতিবাদে গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও]

ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্রর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির কারসাজি৷ তাদের মদতে বেশ কয়েকজন ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর৷ যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করেছে৷ জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়ের পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই খাদ্য কর্মাধ্যক্ষের উপর হামলা হয়েছে৷ অভিযোগ-পালটা অভিযোগ চললেও এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement