Advertisement
Advertisement

Breaking News

Bomb Blast

মাটির তলায় লুকিয়ে বোমা, খুঁড়তে গিয়ে বিস্ফোরণ কোচবিহারে

ফের বোমা বিস্ফোরণ রাজ্যে।

Bomb Blast left one injured in Cooch Behar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 20, 2023 6:33 pm
  • Updated:May 20, 2023 6:36 pm  

বিক্রম রায়, কোচবিহার: ফের বোমা বিস্ফোরণ রাজ্যে। প্রাণ না গেলেও জখম হয়েছেন এক ব্যক্তি। এবার মাটি খুঁড়তে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক শ্রমিক। শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙা গ্রামে। আহত শ্রমিক বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, এদিন দক্ষিণ বলাডাঙা এলাকার মোজাফফর মিয়া বাড়ি থেকে কিছুটা দূরে মাটি কাটতে গিয়েছিলেন। মাটি কাটার সময় আচমকাই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা ছুটে এসে মোজাফফরকে জখম অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: হাই মাদ্রাসার ছাত্রীদের টেক্কা ছাত্রদের, আর্থিক সংকট কাটিয়ে প্রথম দরিদ্র পরিবারের সন্তান]

মোজাফফরের স্ত্রী অভিযোগ করে বলেন, মাটি কাটতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছেন মোজাফফর মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। কোথা থেকে বোমা এল, কেউ বোমা মজুত করছিল কি না তা খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: ‘চাকরবাকরদের কথা সহ্য করব না’, SSKM কর্তৃপক্ষকে পালটা দিলেন ক্ষুব্ধ মদন মিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement