বাবুল হক, মালদহ: ভোট মিটে গিয়েছে। তা সত্ত্বেও বোমা-বারুদের কারবার যেন কমছে না। ফের মালদহে বোমা বাঁধার সময় বিস্ফোরণ। প্রাণ গেল একজনের। জখম ২। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা বাংলা। কার্যত রাজ্য পরিণত হয়েছিল বোমা-বারুদের স্তূপে। একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে। প্রাণ গিয়েছে বহু মানুষের। ভোট পরবর্তীতে এবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হল মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মালদহের চাঁদপুরে মাঠে বোমা বাঁধা চলছিল। আচমকা ঘটে বিস্ফোরণ। বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কেঁপে ওঠে এলাকা।
বিস্ফোরণ জখম হন মোট ৩ জন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মুকুলেসুর রহমান। আহত ২ জন ভরতি হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.