Advertisement
Advertisement
Bomb blast at Bhangar

আবারও ভাঙড়ে বোমা বিস্ফোরণ, উড়ল পরিত্যক্ত গোয়ালঘরের একাংশ

কে বা কারা বোমা মজুত করল, তা এখনও জানা যায়নি।

Bomb blast at Bhangar । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 11, 2023 4:47 pm
  • Updated:August 11, 2023 6:05 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আবারও ভাঙড়ে বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল কাশীপুর থানার চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া গ্রাম। বোমা বিস্ফোরণে উড়ল পরিত্যক্ত গোয়ালঘরের একাংশ। কে বা কারা বোমা মজুত করল, তা এখনও জানা যায়নি।

শুক্রবার দুপুরে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন। সেই সময় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কচুয়া গ্রামের একটি বাঁশবাগানের ভিতরে থাকা পরিত্যক্ত গোয়ালঘর থেকে বিকট শব্দ পাওয়া যায়। দৌড়ে আসেন এলাকাবাসী। এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ওই গোয়ালঘরটি একাংশও উড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: কুকীর্তি ঢাকতেই নৃশংস খুন! স্বপ্নদীপের মৃত্যুতে বিস্ফোরক বাবা]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা। কে বা কারা পরিত্যক্ত গোয়ালঘরে বোমা মজুত করল, তা এখনও স্পষ্ট নয়। কী উদ্দেশেই বা বোমা মজুত করে রাখা হয়েছিল, তা-ও জানা যায়নি। তথ্যের খোঁজে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী আগুন, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement