Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগে জেলায়-জেলায় STF অভিযান, মালদহে উদ্ধার বেআইনি অস্ত্র, বাসন্তীতে মিলল বোমা

মালদহে গ্রেপ্তার ২, বীরভূমেও ধৃত ১।

Bomb and illegal fire arms seized from Maldah and S 24 Parganas

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:June 18, 2023 10:35 am
  • Updated:June 18, 2023 11:47 am

সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আবহে বেআইনি অস্ত্রের রমরমা রুখতে মরিয়া পুলিশ। তাই জেলায়-জেলায় চলছে রাজ্য় পুলিশের এসটিএফের অভিযান। মিলছে সাফল্যও। বীরভূমের সিউড়ির পর এবার মালদহের (Maldah) ইংলিশবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ। দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে বাসন্তীতে ব্যাগ ভরতি বোমা উদ্ধার হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, ধৃতদের জেরা করে গোটা অস্ত্র কারবার চক্রের খোঁজ চালানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, মালদহ জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ততটাই তৎপরতা বাড়াচ্ছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে পাওয়া খবর ছিল আগেই। সেই ভিত্তিতে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় শনিবার দুপুরে এসটিএফ অভিযান চালায়। একের পর এক সাফল্যও মিলছে বলে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: গর্জনই সার, নিজের বিধানসভা এলাকার প্রত্যেক বুথে প্রার্থীই দিতে পারলেন না শুভেন্দু]

এসটিএফ সূত্র জানিয়েছে, ধৃতরা হল সাইফ মুবসার আহমেদ ওরফে জেএম (২৩) এবং কাশিম শেখ (১৯)। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি স্বয়ংস্ক্রিয় সেভেন এমএম পিস্তল, একটি দেশি পিস্তলের ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি কালো রঙের মোটর সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার কলতলা এলাকায় একটি ফাঁকা অর্ধনির্মিত ঘরের মধ্যে ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ৭-৮ টি বোমা রয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে বাসন্তী থানা পুলিশ। তবে কে বা কারা বোমা রেখেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বোমা মিলেছে ৭২টি। 

 অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম শেখ আজমত। বাড়ি কাঁকরতলায়। জানা গিয়েছে, রবিবার ভোরবেলায় নাকা চেকিং করার সময় ঝাড়খন্ড থেকে কাঁকরতলায় আসার পথে সন্দেহজনক শেখ আজমতকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়।বিচারক ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

[আরও পড়ুন: গর্জনই সার, নিজের বিধানসভা এলাকার প্রত্যেক বুথে প্রার্থীই দিতে পারলেন না শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement