Advertisement
Advertisement

Breaking News

নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে চটুল গান, ভাইরাল ভিডিও

উদ্যোক্তাদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা৷

Bollywood songs in 23rd January's Programme
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2019 4:55 pm
  • Updated:January 24, 2019 4:55 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে চটুল হিন্দি গান৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক৷ দেশনায়কের জন্মদিনের অনুষ্ঠানে এহেন গান, একেবারে অনভিপ্রেত বলেই দাবি সংস্কৃতিমনস্কদের৷

মঙ্গলবারই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেই অনুষ্ঠানের মঞ্চে সাজানো ছিল নেতাজির ছবি৷ অনুষ্ঠানের শুরুতেই তাঁর ছবিতে মাল্যদানও করা হয়৷ এলাকার বিশিষ্ট লোকজনদের বক্তৃতার পরই শুরু হয় মূল অনুষ্ঠান৷ আর মূল অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে অনামী এক সঙ্গীতশিল্পী আচমকাই মঞ্চে ওঠেন৷ আতসবাজি ফাটতে শুরু করে৷ অনুষ্ঠান প্রাঙ্গনে সেই সময় অসংখ্য দর্শকের ভিড়৷ মঞ্চে উঠেই ‘রাত বাকি, বাত বাকি’ গান করতে শুরু করেন ওই শিল্পী৷ শীতের রাতে অনুষ্ঠান দেখতে আসা দর্শকরা নাক সিঁটকান৷ দেশনায়কের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যে এমন গানও হতে পারে, তা ধারণাই করতে পারেননি বেশিরভাগ দর্শক৷ তবে অনেকে আবার হাততালিও দিতে শুরু করেন৷ 

Advertisement

[ইভটিজিংয়ের শাস্তি, নাকছাবি পরিয়ে অভিযুক্তকে এলাকায় ঘোরালেন স্থানীয়রা]

চটুল গানের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ আর তা নিয়েই শুরু হয়েছে জোর হইচই৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এহেন অনুষ্ঠানকে অপসংস্কৃতি বলেও কটাক্ষ করেছেন অনেকেই৷ উপলক্ষের গুরুত্ব বুঝেই অনুষ্ঠান আয়োজন করা উচিত বলেও জানান তাঁরা৷ দর্শকদের কেউ কেউ আবার উদ্যোক্তাদের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তবে কেউ কেউ আবার উদ্যোক্তাদের পাশেও দাঁড়িয়েছেন৷ তাঁদের মতে, এই অনুষ্ঠানের সঙ্গে নেতাজিকে অশ্রদ্ধা করার কোনও সম্পর্ক নেই৷ নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যে শুধুমাত্র দেশভক্তিমূলক গান হতে পারে, তারও কোনও নিয়ম নেই বলেও সাফাই দিয়েছেন উদ্যোক্তাদের একাংশ৷ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ হওয়ায় উদ্যোক্তারা এমন অদ্ভুত দাবি করছেন পালটা কটাক্ষ করেছেন দর্শকদের অনেকেই৷

[শুঁড়ে তুলে আছাড় হাতির, লাটাগুড়ির জঙ্গলে মৃত্যু ২ মহিলার]

দেশনায়কের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে দর্শক এবং উদ্যোক্তাদের মধ্যে তরজা চললেও, নীরব ব্যাঁটরা থানার পুলিশ৷ গভীর রাতে জোরে জোরে মাইক বাজিয়ে চটুল অনুষ্ঠানের কথা নাকি তাঁরা জানতেনই না দাবি আধিকারিকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement