Advertisement
Advertisement
দেব

‘জয়ের জন্য আগ্রাসী নই’, মনোনয়ন জমা দিয়ে সৌজন্যের নজির দেবের

'যাঁকে যথাযোগ্য মনে হয়, ভোট দিন', বললেন অভিনেতা

Bollywood actor turn politician Dev files nomination as TMC candidate
Published by: Sucheta Sengupta
  • Posted:April 20, 2019 3:12 pm
  • Updated:April 20, 2019 3:12 pm  

সম্যক খান, মেদিনীপুর: ‘যাকে যথাযোগ্য মনে হয়, ভোট দিন৷ আমি ভোটে জেতার জন্য আগ্রাসী নই৷ চাই ঘাটালবাসী, পশ্চিমবঙ্গবাসীর পাশে থাকতে৷’ শনিবার মেদিনীপুর কালেক্টরেট অফিসে মনোনয়ন জমা দিয়ে এসব কথায় ফের সৌজন্যের নজির গড়লেন ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আবারও শুভেচ্ছা জানিয়ে বোঝালেন, সুস্থ রাজনীতি বজায় রাখা কঠিন কিছু নয়৷

[ আরও পড়ুন : ‘জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির]

শনিবার তাঁর জন্মবার৷ ২০১৯এ দিল্লির লড়াইয়ে আরেকধাপ এগোতে তাই এই দিনটাকেই বেছে নিলেন দেব৷ ঘাটালের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শনিবারেই৷ এদিন বেলার দিকে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের ফেডারেশন অফিসে নিজের গাড়িতে পৌঁছান দেব৷ সেখান থেকে শুরু করেন রোড শো৷ হুডখোলা জিপে কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে যান কালেক্টরেট অফিসে৷ দুপুর ১টা নাগাদ অফিসে ঢুকে মনোনয়নপত্র জমা দেন৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রও৷ আগামী ১২ মে, ষষ্ঠ দফায় ঘাটালে ভোট৷ তার আগে নির্ধারিত দিনে মনোনয়ন পেশ করলেন দেব৷ এদিনই মনোনয়ন দেওয়ার কথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষেরও৷

Advertisement

dev road show

মনোনয়ন দিয়ে কালেক্টরেট অফিস থেকে বেরোনোর মুখেই দেবকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ শুরু করেন প্রশ্ন৷ জয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী? প্রতিপক্ষ ভারতী ঘোষকে কতটা কঠিন বলে মনে হচ্ছে? এমনই নানা প্রশ্ন আসতে শুরু করেন৷ বিদায়ী সাংসদ, তারকা প্রার্থী সেসব বেশ ভালভাবেই সামলালেন৷ তাঁর সাফ কথা, ‘ঘাটালের মানুষের সঙ্গে ৫ বছর ছিলাম৷ সৎভাবে মানুষের কাজ করার চেষ্টা করেছি৷ তাঁরা যদি মনে হয় যে আমি কাজ করতে সমর্থ, তাহলে আমাকেই ভোট দেবেন৷’ ঘাটালে এখনও অনেক কাজ বাকি বলে উল্লেখ করেন দেব৷ ঘাটাল মাস্টার প্ল্যান, যা নিয়ে লোকসভায় সরব হতেও দেখা গিয়েছে তাঁকে, ফের সাংসদ হয়ে এলে সেই কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী৷

[আরও পড়ুন : বিরোধী এজেন্টরা যেন বুথে বসতে না পারে, হুমকি ভাঙড়ের তৃণমূল নেতার]

নির্বাচনী প্রচারের মধ্যেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে সিআইডি-র জেরার মুখে পড়তে হয়েছে৷ তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকারের মদতে এমনটা ঘটেছে৷ এ নিয়ে দেবের প্রতিক্রিয়া কী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দেব স্পষ্ট জানান, ‘উনি ওনার কাজ করছেন, আমরা আমাদেরটা করছি৷ উনিও প্রচারের জন্য খুব খাটছেন দেখতে পাচ্ছি৷ তবে আমার দল বেশি খাটছে৷ এখন মানুষ যাঁকে বেশি যোগ্য মনে করবেন, তাঁকেই ভোট দেবেন৷’ এরপর দেব আরও বলেন, ‘আমি কাদা ছোঁড়াছুড়ি করতে পারব না৷ কারণ, এমনিই রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমছে৷ আমরা যদি এটা করি, তাহলে সাধারণ মানুষের আর বিশ্বাস থাকবে না৷ আমি মনে করি রাজনীতিতে সৌজন্য বজায় রাখাটা খুব জরুরি৷ শান্তিশৃঙ্খলা থাকুক৷’

[আরও পড়ুন : ৪৮ ঘণ্টা পরও খোঁজ নেই নোডাল অফিসারের, মানসিক অবসাদের তত্ত্ব খারিজ স্ত্রী’র]

ফের ঘাটালের প্রার্থী নির্বাচিত হওয়ার পর এই বার্তাই বরাবর দিয়ে এসেছেন দেব ওরফে দীপক অধিকারী৷ বিপক্ষের প্রতি কোনওরকম কটাক্ষ, আক্রমণের পথে না হেঁটে একেবারেই ব্যতিক্রমীভাবে নিজের প্রচার চালিয়ে গিয়েছেন৷ নির্বাচনী লড়াইয়ের শেষ পর্যন্ত তিনি এই সৌজন্য বজায় রেখেই রাজনৈতিক জগতে ভিন্ন নজির রাখবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement