প্রতীকী ছবি।
সুমন করাতি, হুগলি: গভীর রাতে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক যুবক। কিছু দূরেই পাওয়া যায় একটি উল্টে পড়ে থাকা বাইক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে সঙ্গে থাকা দুই বন্ধু উধাও। কীভাবে ওই ঘটনা ঘটল, তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সাকির মিদ্যা। ওই এলাকাতেই তাঁর বাড়ি। মুম্বইতে সোনার কাজ করা ওই যুবক দিন চারেক আগে বাড়ি ফিরেছিলেন। গতকাল সন্ধ্যার সময় দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বাইকে করে বেরিয়েছিলেন। রাতে ওই ঘটনা দেখা যায়। সঙ্গে থাকা দুই বন্ধুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাহলে দুর্ঘটনা দেখে পালিয়ে গেলেন তাঁরা? নিছকই বাইক দুর্ঘটনা নাকি অন্য কোনও বিষয়? দুই বন্ধুকে না পেলে সত্য ঘটনা জানা যাবে না। সেই কথাই মনে করছে পুলিশ। ওই দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ওই এলাকাতে মধ্য রাতে বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা বাইরে বেরিয়ে রাস্তায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। সেসময় ওই রাস্তা দিয়ে প্রাক্তন জেলা সভাধিপতি মেহেবুব রহমান বাড়ি ফিরছিলেন। তিনিই পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে-কে ফোন করেন। ওসি নিজে ঘটনাস্থলে অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে যান। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু জানানো হয় আগেই মারা গিয়েছেন ওই যুবক। মৃতের পরিবারেও দুঃসংবাদ পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.