Advertisement
Advertisement
Kalyani

চার দিন পর পচাগলা দেহ উদ্ধার নিখোঁজ মহিলার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দেহ উদ্ধারের পরই নিখোঁজ পরিবারের সদস্যরা। যা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

Body of women found after four days in Kalyani family goes missing

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 11, 2024 8:51 pm
  • Updated:April 11, 2024 8:51 pm  

সুবীর দাস, কল্যাণী:  বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মাঠের পাশ থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল হরিণঘাটা (Haringhata) থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার(Nadia) হরিণঘাটা থানার আট বিহারিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রানু বিবি মণ্ডল।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল (College of Medicine and JNM Hospital) পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: খানাকুলে ব্যবসায়ীকে মার! বিজেপি বিধায়কের ‘দাদাগিরি’র বিরুদ্ধে সরব তৃণমূল]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন হরিণঘাটা থানা এলাকার বছর চল্লিশের বাসিন্দা রানু বিবি মণ্ডল। পারিবারিক সমস্যার জেরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হরিণঘাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেন।

স্থানীয় মাঠে খেলা চলাকালীন পচা গন্ধ ভেসে আসতেই সন্দেহ হয় সকলের। খোঁজাখুজির পর মাঠের পাশের বাঁশ বাগানে ওই মহিলার পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। ওই মহিলার দেহের পাশ থেকে একটি ঘাস মারার তেলের বোতল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, ঘাস মারার তেল খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ।

অন্যদিকে, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পর থেকে খোঁজ নেই তাঁর স্বামী ইস্রাফিল মণ্ডল-সহ দুই ছেলে ও বউমার। এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি এই মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে? মৃত মহিলার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি মহিলার মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত‌ে নেমেছেন হরিণঘাটা থানার আধিকারিকরা।

[আরও পড়ুন: পুরীতে খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপি নেতার ‘নিখোঁজ’ ছেলের, কীভাবে গেল? প্রশ্ন পদ্মশিবিরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement