Advertisement
Advertisement

প্রবল বৃষ্টির মাঝে নদী পারাপারের সময় বিপত্তি, ডুয়ার্সে বজ্রাঘাতে জোড়া হাতির মৃত্যু

খবর পেয়েই ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিকরা।

Body of two elephant found in Dooars | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 21, 2023 11:11 am
  • Updated:June 21, 2023 11:15 am  

শান্তনু কর, জলপাইগুড়ি: বজ্রাঘাতে জোড়া হাতির মৃত্যু ডুয়ার্সে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানারহাটের বামনডাঙ্গায়। ইতিমধ্যেই মৃত হাতি দুটিকে উদ্ধার করেছেন বনদপ্তরের কর্মীরা।

জানা গিয়েছে, বুধবার সকালে বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার পথে নদীর ধারে দুটো মৃত হাতি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নাথুয়া রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল এবং নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘক্ষণ সেখানে বস্তির মধ্যেই পড়ে ছিল হাতি দুটি। খবর পেয়ে জেলা বন আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement

[আরও পড়ুন: বড়ঞায় প্রতীকের ফর্ম নিয়ে অশান্তির জের, রাতভর বিডিও অফিসের সামনে ধরনায় অধীর চৌধুরী]

প্রাথমিকভাবে অনুমান, ডুয়ার্সে মঙ্গলবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় হাতি দুটি নদী পারাপার করছিল। আচমকাই বাজ পড়ে হাতে দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। খবর দেওয়া হয়েছে পশু চিকিৎসকদের। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে গরুমারা জাতীয় উদ্যানে। সেখানে ময়নাতদন্ত করা হবে বলে বনদপ্তর সূত্রে খবর। এদিকে হাতি মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছে এলাকায়। মৃত হাতি দুটির মধ্যে একটি অপ্রাপ্ত বয়স্ক এবং একটি পূর্ন বয়স্ক। তবে দুটিই স্ত্রী হাতি বলে খবর।

[আরও পড়ুন: পঞ্চায়েতের টিকিট বিলিতে দুর্নীতির অভিযোগ, দলের জোড়া পদ থেকে সরলেন মনোরঞ্জন ব্যাপারী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement