Advertisement
Advertisement
TMC

তৃণমূল কর্মীকে ‘খুন’, অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে আমতায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ

অভিযোগের তির সিপিএম ও বিজেপির দিকে।

Body of TMC worker recovered from pond in Amta | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 8, 2023 2:00 pm
  • Updated:January 8, 2023 3:37 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: পুকুর থেকে তৃণমূল (TMC) কর্মীর দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল আমতায়। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে পুকুর থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়। পরিবার ও সমর্থকদের অভিযোগ, সিপিএম এবং বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীকে খুন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে আমতা রানিহাটি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Advertisement

নিহত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্দে (৩৮)। বাড়ি আমতার চন্দ্রপুর ফাঁড়ির চাটরা মোল্লাপাড়ায়। এলাকায় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শনিবার বাড়ি ফিরে গাড়ি রেখে আবার বের হন লাল্টু। বাড়ি থেকে কিছুটা দূরে বন্ধুর সঙ্গে আগুন পোহাচ্ছিলেন তিনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করে। রাত কেটে গেলেও তৃণমূল কর্মীর খোঁজ মেলেনি।

[আরও পড়ুন: আত্মঘাতী স্কোয়াড গড়ে হামলার ছক! হাওড়া থেকে ধৃত ২ ‘আইএস জঙ্গি’কে জেরায় চাঞ্চল্যকর তথ্য]

রবিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে লাল্টু মিদ্দের দেহ উদ্ধার হয়। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবার ও সহকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। অবরোধ করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাল্টুকে হুমকি দিচ্ছিল। তাঁকে ওই দুষ্কৃতীরা খুন করেছে। তাঁদের আরও দাবি, কয়েকদিন আগে সিপিএম নেতা মহম্মদ সেলিম এলাকায় ঘুরে আসার পরই এই ঘটনা ঘটল। 

[আরও পড়ুন: এবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার করতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement