অর্ণব দাস, বারাকপুর: নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর মৃতদেহ। শনিবার খড়দহের রাসখেলা গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ নিয়ে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মৃতের নাম তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়া (৫৪)। তিনি টিটাগড় পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের মিলনগর এলাকার বাসিন্দাা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পুরসভার কন্ট্রাক্টর তাপস সেনগুপ্ত আগে এলাকার দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে, কয়েক বছর আগে তিনি তৃণমূলে যোগদান করেন। এলাকায় রাজনৈতিক কোনও বিবাদ না থাকলেও তিনি আর্থিক আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছিলেন বলেই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেড়িয়েছিলেন তাপসবাবু। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোক তাঁর খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায়নি। এর পর এদিন সকালে খড়দহের রাসখেলা গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী।
স্থানীয় কাউন্সিলর শ্যামা পারভিন বলেন, “খবর পেয়ে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি তাঁদের আর্থিক সমস্যা চলছিল। তবে বাড়িতে কারওর সঙ্গে কোনও সমস্যা, অশান্তি হয়নি। বাড়ি থেকে বেরনোর সময়ও পরিবারের কেউ কিছুই বুঝতেও পারেনি।” কীভাবে তাপসবাবুর মৃত্যু হল এ নিয়ে পরিচিতদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছিলেন প্রৌঢ়। মৃতদেহে আঘাতের কোন চিহ্ন ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.