Advertisement
Advertisement

নর্দমা থেকে উদ্ধার স্টেশন মাস্টারের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Body of station master of Diamond Harbour found in a drain
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 11, 2019 10:27 am
  • Updated:November 11, 2019 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দমা থেকে ডায়মন্ড হারবারের স্টেশন মাস্টারের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সূত্রের খবর, দেহে মিলেছে আঘাতের চিহ্ন। তবে কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা এখনও স্পষ্ট নয়।

মৃত ব্যক্তির নাম নির্মল কুমার। আদতে বিহারের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সোমবার সকালে তাঁর বাড়ির পাশের নর্দমায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

Advertisement

nirmal-kumar

জানা গিয়েছে, চলতি মাসের ৫ তারিখ বিহার থেকে ডায়মন্ড হারবারে এসেছিলেন নির্মলবাবুর স্ত্রী। তারপরই নির্মলবাবুর রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তাঁর স্ত্রীর ভূমিকা। তবে কি দাম্পত্যকলহ চলছিল তাঁদের মধ্যে? সেই কারণেই এই মৃত্যু? সূত্রের খবর, নির্মলবাবুর ভাইয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল ছিল না। শনিবারও তাঁদের মধ্যে অশান্তি হয়। সেই অশান্তির জেরেই নির্মলবাবুর এই পরিণতি কি না তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই ছবিটা কিছু স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

ছবি: বিশ্বজিৎ নস্কর

[আরও পড়ুন: অযোধ্যা রায়ের পর সম্প্রীতির নজির বর্ধমানে, নবী দিবসে লাড্ডু বিলি মুসলিমদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement