Advertisement
Advertisement
North Barrackpore Municipality

উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি খুন?

শুক্রবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সত্যজিৎবাবু। তার পর আর ফেরেননি। পরিবারের তরফে বহু চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি তাঁর সঙ্গে।

Body of North Barrackpore Municipality's vice chairman found in area
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 16, 2024 12:51 pm
  • Updated:November 16, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবা কাণ্ডের মাঝেই উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু। প্রায় দেড়দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। কিন্তু কেন এই পরিণতি? আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

উত্তর বারাকপুর পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আনন্দমঠ এলাকার বাসিন্দা তিনি। তাঁর বসতভিটেতে কাজ হচ্ছে। সেই কারণে এলাকারই একটি বাড়িতে সপরিবারে ভাড়া ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোরবেলা বাড়ি থেকে বের হন সত্যজিৎবাবু। এর পর দিনভর তাঁর হদিশ মেলেনি। পরিবারের তরফে একাধিকবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। মোবাইলটি ছিল সুইচড অফ। পরিবারের তরফে পরিচিতদের কাছে খোঁজ নিলেও তাঁর হদিশ মেলেনি। শনিবার সকালে ভাড়াবাড়িতেই উদ্ধার হয় সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

কিন্তু কেন এই ঘটনা? সত্যজিৎবাবু বাড়ি ফিরেছিলেন কখন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক কোনও সমস্যা নাকি নেপথ্যে রাজনীতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement