Advertisement
Advertisement
দক্ষিণ ২৪ পরগনা

পুকুর থেকে প্রৌঢ়ের হাত-পা বাঁধা দেহ উদ্ধার, চাঞ্চল্য মহেশতলায়

জমি নিয়ে বিবাদের কারণেই খুন, দাবি পরিবারের।

Body of an elderly man found in a pond in South 24 Pargana
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 21, 2020 3:02 pm
  • Updated:March 21, 2020 3:02 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ির পুকুর থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার চণ্ডিপুর সাঁপুইপাড়া এলাকায়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে খুন, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা ওই প্রৌঢ়ের নাম কামাল সাঁপুই। কয়েকদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। পরে তা মিটেও যাও। পরে শনিবার সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখা যায় কামালের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহটি উদ্ধারের পরই দেখা যায় হাত-পা বাঁধা রয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, অশান্তির কারণে প্রতিবেশীরাই খুন করেছে কামালকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীই পারবেন ঘরে ফেরাতে’, কাতর আবেদন মালয়েশিয়ায় আটক শ্রীরামপুরের দুটি পরিবারের]

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে খুন তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তদন্তের স্বার্থে কামাল সাঁপুইয়ের প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: করোনা সতর্কতার মাঝেও CAA’র সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, বিতর্কে বিজেপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement