Advertisement
Advertisement

Breaking News

খুন

সম্পর্কে টানাপোড়েনের জেরে কুপিয়ে খুন! রাস্তায় মিলল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a youth found near road in Maldah's Kaliachak area

ছবিটি প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 13, 2020 12:03 pm
  • Updated:January 13, 2020 12:03 pm  

বাবুল হক, মালদহ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকে। ৩৪ নম্বর জাতীয় সড়কে বড়নগরডাঙা এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই কিশোরে রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কে টানা পোড়েনের কারণেই এই খুন।

জানা গিয়েছে, সায়েম মোমিন নামে ওই কিশোর নয়মৌজা সুব হানিয়া হাই মাদ্রাসার পড়ুয়া। রবিবার বন্ধুদের নিয়ে বাড়িতেই পিকনিকের আয়োজন করেছিল সে। সেখানে বিরিয়ানি রান্না করা হয়। রাতে এক বন্ধুকে বিরিয়ানি দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও কিছু জানা যায়নি। এরপর সোমবার সকালে কালিয়াচকের বড়নগরডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই কিশোরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহচি উদ্ধার করে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশে কুকুরের মতো মেরেছি, এখানেও মারব’, সভা থেকে হুঁশিয়ারি দিলীপের]

পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই কিশোরকে খুন করা হল সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে তাঁদের অনুমান, রবিবার রাতে যাকে বিরিয়ানি পৌঁছনোর নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কিশোর তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল মৃতের। তা নিয়ে টানাপোড়েনের কারণেই খুন করা হয় সায়েমকে। তবে আদতে কী কারণে এই মর্মান্তিক পরিণতি তা জানতে মৃতের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement