Advertisement
Advertisement

Breaking News

Kharagpur

রেললাইনের ধার থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

Body of a youth found near railway track in Khargarpur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2024 1:35 pm
  • Updated:January 19, 2024 1:35 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: রেল লাইনের ধার থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুরের (Khragpur) বাখরাবাদে। কে ওই ব্যক্তি? কেন খুন? ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সকালে খড়গপুরের বাখরাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে কাজ করছিলেন রেলকর্মীরা। সেই সময় তাঁরা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপিতে। বস্তা খুলতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, ভিতরে এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]

জিআরপি সূত্রে খবর, দেহটি কার তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। সম্ভবত অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে দেহটি বস্তায় ভরে রেল লাইনের পাশে ফেলে গেছে কেউ বা কারা। তবে কে বা কারা এর নেপথ্যে তা জানার চেষ্টা চলছে। যে বস্তায় ব্যক্তির দেহ মিলেছে, তার সূত্র ধরে মৃতের পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরারা।

[আরও পড়ুন: মোদি নন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার সামলাবেন যজমান অনিল মিশ্র, জানেন তাঁর পরিচয়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement