Advertisement
Advertisement

Breaking News

Kolaghat

হরিদেবপুরের যুবকের রহস্যমৃত্যু! ৬ দিন নিখোঁজ থাকার পর কোলাঘাটে মিলল দেহ

কীভাবে কোলাঘাটে পৌঁছলেন ওই যুবক? ধন্দে পুলিশ।

Body of a youth found in Kolaghat | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 27, 2023 1:55 pm
  • Updated:December 27, 2023 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার কোলাঘাটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কীভাবে কোলাঘাটে পৌঁছলেন ওই যুবক? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, যুবকের নাম অনুরাগ সিংহ। বয়স ২৩ বছর। হরিদেবপুর এলাকায় মা, দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন তিনি। পরিবারের দাবি, ২০ তারিখ বাড়ি থেকে বেরলেও ফেরেননি অনুরাগ। একাধিকবার পরিবারের তরফে ফোনে যোগাযোগ করলেও লাভ হয়নি। পরবর্তীতে রাতেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরর পরও পেরিয়েছে বেশ কয়েকদিন। মঙ্গলবার রাতে কোলাঘাট থানার তরফে যোগাযোগ করা হয় সিংহ পরিবারের সঙ্গে। জানানো হয়, একটি দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিলল গাজায় হামলার ‘বদলা’র চিঠি!]

এর পরই অনুরাগের পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, মৃত যুবক চুপচাপ থাকত। কারও সঙ্গে বিশেষ মিশত না। কিন্তু কীভাবে এই ঘটনা তা ভেবে কেউ কুল কিনারা পাচ্ছেন না। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে হরিদেবপুরের যুবক কোলাঘাট পৌঁছালো। কীভাবে মৃত্যু? তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

[আরও পড়ুন: গোটা রাজ্যে সংগঠন তলানিতে, পাহাড়ে কেন বাড়ছে কংগ্রেস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement