Advertisement
Advertisement

Breaking News

Birbhum

নর্দমায় যুবকের দেহ! স্ত্রী ও তাঁর প্রেমিকের হাতে খুন?

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের রামপুরহাটে।

Body of a youth found in drain at Birbhum

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2024 5:21 pm
  • Updated:July 7, 2024 5:44 pm  

নন্দন দত্ত, বীরভূম: সম্পর্কে টানাপোড়েনের জের। যুবককে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের রামপুরহাটে। ইতিমধ্যেই মৃতের স্ত্রী, মেয়ে ও এলাকার এক যুবককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

বীরভূমের রামপুরহাট থানার আখিরা গ্রামের কাহারপাড়ায় বাসিন্দা অষ্টম মাহারা। তাঁর বয়স ৪২ বছর। অন্যান্যদিনের মতোই এদিন সকালে বাড়ি থেকে বের হন ওই যুবকের মা। দেখেন নর্দমায় পড়ে ছেলে অষ্টম। সঙ্গে সঙ্গে আর্তনাদ করেন তিনি। ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল অষ্টমের? পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে মৃতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক।

Advertisement

[আরও পড়ুন: নাচেই জগন্নাথ বন্দনা ডোনার, ইন্দ্রাণী হালদারের ভোগে থাকে রকমারি পদ]

মৃতের মায়ের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। কারণ গলায় দাগ রয়েছে। পেট ও গালেও রয়েছে কাটা দাগ। ফেটেছে মাথাও। পরিবারের দাবি, অষ্টমের মৃত্যুর নেপথ্যে তাঁর স্ত্রী ও প্রেমিক। রামপুরহাট থানার পুলিশ মৃত অষ্টম মাহারার স্ত্রী, মেয়ে ও এক গ্রামের যুবককে আটক করেন। শুরু হয়েছে তদন্ত। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

[আরও পড়ুন: হার্দিক-নাতাশার বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অভিনেত্রীর ভিডিও ঘিরে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement