Advertisement
Advertisement
South 24 Parganas

দু’দিন নিখোঁজ থাকার পর কুয়োয় মিলল বৃদ্ধার দেহ! নেপথ্যে পুত্রবধূ ও তাঁর প্রেমিক?

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a woman found in South 24 Parganas | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 22, 2023 3:57 pm
  • Updated:January 22, 2023 5:29 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কুয়োয় বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। খুন নাকি নেহাত দুর্ঘটনা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার মৃত্যুর নেপথ্য পুত্রবধূ ও তাঁর প্রেমিকের যোগ থাকতে পারে বলে দাবি স্থানীয়দের একাংশের।

জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী রায়। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার ভোলেরহাট সর্দার পাড়ার বাসিন্দা ওই বৃদ্ধা। ছেলের সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার পুত্রবধূ সুপর্ণা রায় মাস দুয়েক আগে বাপের বাড়ি চলে গিয়েছেন। সেখানেই থাকতেন। এই পরিস্থিতিতে শুক্রবার আচমকা উধাও হয়ে যান বৃদ্ধা। বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর হদিশ পাননি ছেলে। এরপর শনিবার রাতে তাঁর সন্দেহ হওয়ায় বাড়ির পিছনের কুয়োর কাছে যান। দেখতে পান কুয়োর একটা অংশ ভাঙা। এতেই সন্দেহ হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ভাঙড়ের অশান্তিতে ধৃত ISF বিধায়ক-সহ ৪৩, গ্রেপ্তারির মাঝে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা]

রবিবার সকালে খবর দেওয়া মাত্রই পুলিশ যায় ঘটনাস্থলে। কুয়ো থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। কিন্তু কীভাবে কুয়োয় পড়ে গেলেন মহিলা? দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্যকিছু? প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, মৃতার পুত্রবধূ পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। তা নিয়ে অশান্তিও হয়েছিল। আগে একবার শাশুড়িকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। ফলে স্থানীয়দের অনুমান, বৃদ্ধার মৃত্যুর পিছনে হাত থাকতে পারে পুত্রবধূ ও তাঁর প্রেমিকের।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই প্রকাশ্যে আসবে আসল তথ্য। অভিযুক্তরা শাস্তি পারে।

[আরও পড়ুন: কেষ্টকে ছেঁটে ফেলছে তৃণমূল! মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে ছবিও থাকবে না অনুব্রতর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement