Advertisement
Advertisement

Breaking News

Kalchini

এক ঘরে মায়ের দেহ, পাশের ঘরে বসে ছেলে! বৃদ্ধার রহস্যমৃত্যুতে ব্যাপক শোরগোল কালচিনিতে

কীভাবে মৃত্যু হল মহিলার? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a woman found in Kalchini, investigation underway

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 18, 2025 12:15 pm
  • Updated:March 18, 2025 12:15 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: এক ঘরে মায়ের মৃতদেহ, পাশের ঘরে বসে ছেলে! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে। সোমবার রাতে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে মৃত্যু হল মহিলার? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার ছেলেকে।

জানা গিয়েছে, মৃতার নাম সোমালি তিরকি। বয়স ৬০ বছর। ছেলে আবিরের সঙ্গে বাগানের ফিটার লাইনে থাকতেন তিনি। এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পান তারা। এরপর থেকেই তাঁদের দু’জনকের কাউকেই আর এলাকায় দেখতে পাননি স্থানীয়রা। সোমবার সকাল থেকেই স্থানীয়রা দুর্গন্ধ পাচ্ছিলেন। কিন্তু প্রথমে তাঁরা গন্ধের উৎস বুঝতে পারেননি। তবে বিকেলের মধ্যেই তাঁরা বুঝতে পারেন কোথা থেকে দুর্গন্ধ আসছে।

Advertisement

প্রতিবেশীরা বাড়িতে ঢুকতেই দেখেন ভয়ংকর দৃশ্য। দেখা যায়, ঘরে পড়ে সোমালি তিরকির দেহ। এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সেই সময়ই পাশের ঘরে মেলে আবির তিরকি। সে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল বলেই খবর। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করে হাসিমারা ফাঁড়ির পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে সোমালির? কেনই বা ছেলে কাউকে কিছুই জানতে দেননি? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement