Advertisement
Advertisement

Breaking News

Bardhaman

বর্ধমানে মা ও মেয়ের রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

body of a woman and her daughter found in Bardhaman

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 30, 2024 4:44 pm
  • Updated:December 30, 2024 4:45 pm  

অর্ক দে, বর্ধমান: বর্ধমানে মা ও মেয়ের রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বর্ধমানের বাদশাহী রোডে। কেন এই চরম সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম মামণি বর্মন। বয়স ৪০ বছর। আদতে সুন্দরবনের পাথরপ্রতিমার বাসিন্দা ওই মহিলা। স্বামী প্রভাঞ্জন বর্মন রেল কর্মী। তাঁর চাকরির কারণেই বর্ধমানের বাদশাহী রোডে ভাড়া থাকতেন। সোমবার বেলা হয়ে গেলেও মামণির সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। ডাকাডাকি করলেও লাভ হয়নি। এক পর্যায়ে সন্দেহ বাড়ে। তারপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মামণি ও তাঁর চারবছরের মেয়ে প্রজ্ঞা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

বাড়ির মালিক তপন ভট্টাচার্য জানান, রবিবার রাতেও ভাড়াটে পরিবারটির সঙ্গে কথা হয় তাঁর। এলাকার সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল ওই পরিবারের। স্বামী-স্ত্রীর মধ্যেও কোনওদিন অশান্তি হতে দেখা যায়নি। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা নিয়ে ধন্দে সকলেই। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃতার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। শীঘ্রই রহস্যভেদ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement