Advertisement
Advertisement
পর্যটকের দেহ

সেবকে দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকের দেহ মিলল কোচবিহারে

দিন পনেরো আগে করোনেশন সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গিয়েছিল একটি গাড়ি।

Body of a Tourist found in Tista river at Haldibari in Cooch behar

ছবিটি প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 26, 2019 1:36 pm
  • Updated:July 26, 2019 1:37 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি:  দিন পনেরো আগে সেবকের করোনেশন সেতুর কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের একটি গাড়ি। ঘটনায় নিখোঁজ আরও এক পর্যটকের খোঁজ মিলল। কোচবিহারের হলদিবাড়িতে তিস্তা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

[আরও পড়ুন: অনুপম সিং হত্যা মামলায় সাজা ঘোষণা, মনুয়া ও অজিতের যাবজ্জীবন কারাদণ্ড]

মৃতের নাম গোপাল নারওয়ানী। বৃহস্পতিবার রাতে হলদিবাড়ির বক্সিগঞ্জে তিস্তা নদীর চরে কাছে তাঁর মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। রাতেই নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই পর্যটকের দেহ শনাক্ত করেছেন পরিবারের লোকেরা। ময়নাতদন্তের পর দেহটি পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

গত ১০ জুলাই দুর্ঘটনা ঘটে সেবকের করোনেশন সেতুর কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে তলিয়ে যায় একটি গাড়ি। পুলিশ জানিয়েছে, বেসরকারি পর্যটন সংস্থার ওই গাড়িটি শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন চারজন। তিনজন পর্যটক আর এক গাড়িচালক। ঘটনার দিন সেবকের করোনেশন সেতুর কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। তার জেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ওই তিন পর্যটক ও গাড়ির চালক। দুর্ঘটনার দু’দিন পর শিলিগুড়ি লাগোয়া গজলডোবায় ভোরের আলো পর্যটনকেন্দ্রের কাছে নদীর চরে এক মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

সেবকের কাছে দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেন আমন গর্গ। গজলডোবা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য, তিস্তার জল বেড়ে যাওয়াতেই মৃতদেহটি সেবক থেকে গজলডোবায় চলে এসেছিল। তবে আরও একজন পর্যটক ও গাড়ি চালকের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।

[ আরও পড়ুন: মহাধুমধামে জামুড়িয়ায় ব্যাঙের বিয়ে! শুভবিবাহ সম্পন্ন হতেই ঝেঁপে নামল বৃষ্টি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement