Advertisement
Advertisement

Breaking News

South 24 pgs

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই চরম সিদ্ধান্ত! ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ

কেন এই সিদ্ধান্ত? ধন্দে পরিবার।

Body of a student found in home at Bishnupur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 15, 2023 8:15 pm
  • Updated:May 15, 2023 8:15 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মঘাতী’ প্রেমিক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বগাখালি নস্করপাড়ায়। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।

মৃতের যুবকের নাম আকাশ নস্কর। বয়স ২১ বছর। আমতলার বিদ্যানগর কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন ওই যুবক। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গিয়েছে, করোনাকালে ক্লাসেরই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আকাশের। তাঁর পরিবার দু’জনের সম্পর্কের কথা জানত। প্রতি রাতে দীর্ঘক্ষণ ফোনে কথাও হত দু’জনের। কিন্তু কেন আকাশ এমন চরম পদক্ষেপ নিল তা নিয়ে ধন্দে গোটা পরিবার ও প্রতিবেশীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ২১ মে পুরুলিয়ায় অভিষেক, প্রতিবাদের প্রস্তুতি কুড়মি সমাজের]

মৃতের পরিবার জানায়, আকাশ তাঁর ওই সহপাঠীকে বিয়ে করবে বলে বাড়িতে জানায়। পরিবারের তাতে কোনও আপত্তিও ছিল না। চাকরি পেলেই প্রেমিকাকে বিয়ে করবে জানিয়েছিল আকাশ। সোমবার বেশ কিছুক্ষণ আকাশের ঘর বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার পরও ভিতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই আকাশের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশের বন্ধুদের দাবি, বান্ধবীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন আকাশ। তখনই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। কিন্তু কেন তাঁর এই সিদ্ধান্ত, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। পুলিস জানিয়েছে, এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।

[আরও পড়ুন: কেন মিলল না অ্যাম্বুল্যান্স? খুদের দেহ ব্যাগে কেন? উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যদপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement