ছবি: প্রতীকী।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বাড়ি থেকে পালিয়ে বিয়ে। তারপর একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল যুগল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া (Purulia) মফস্বল থানার রানিবাঁধ এলাকায়। ইতিমধ্যেই দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত নাবালিকা পুরুলিয়ার জয়পুর থানার উপরকাহানের বাসিন্দা। একই গ্রামের বাসিন্দা মৃত বিধান মাহাত। সোমবার থেকে খোঁজ মিলছিল না নাবালিকার। এলাকায় খোঁজাখুঁজিও করেন। কিন্তু মেয়ের হদিশ পাননি পরিবারের সদস্যরা। এরপর পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। অভিযোগ, পুলিশ তাঁদের ফিরিয়ে দেন। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁদের যেতে বলা হয়েছিল। তার আগেই ঘটে গেল অঘটন।
মঙ্গলবার সকালে রানিবাঁধ গ্রামের একটি গাছে যুগলের দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ দু’টি। দেখা যায়, নিখোঁজ ছিল যে নাবালিকা, দু’টি দেহের মধ্যে একটি তার। অপরটি এক নাবালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার সিঁথিতে সিঁদুর ছিল। অর্থাৎ মনে করা হচ্ছে, বিয়ে করে একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুগল।
জানা গিয়েছে, বাড়ি থেকে পালানোর পর সোমবার ওই যুগল চিরকা শিব মন্দিরে গিয়েছিল। সেখানে পুজো দেয় তারা। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যুগল সোমবার মন্দিরে পুজো দিয়েছিল। কিন্তু সেখানে তারা বিয়ে করেনি। বিয়ের বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কিছু জানে না। ফলে মনে করা হচ্ছে, অন্য কোথাও বিয়ে করেছে ওই যুগল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছে যুগল। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। দেহ দু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.