Advertisement
Advertisement

Breaking News

Leopard

চা বাগানে ফের উদ্ধার মৃত চিতাবাঘ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মৃত চিতাবাঘটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Body of a Leopard found in Malbazar | Sangbad Pratidin

ফাইব ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 6, 2023 6:54 pm
  • Updated:August 6, 2023 6:54 pm  

অরূপ বসাক, মালবাজার: ছুটির সকালে চা বাগানে মিলল চিতাবাঘের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালবাজারে। খবর পেয়ে চিতাবাঘের দেহটি উদ্ধার করেছে বনদপ্তর। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

অন্যান্যদিনের মতোই রবিবার সকালে চা বাগানে কাজে গিয়েছিলেন মনোজ ওরাও, স্বপন রৌটিয়ারা। প্রথমে তারাই দুর্গন্ধ পায়। তাতে স্বাভাবিকভাবেই সকলেরই সন্দেহ হয়। এরপরই চা বাগানের ১১/১২ সেকশনের মধ্যবর্তী এলাকায় দেখা যায় পড়ে রয়েছে চিতাবাঘের দেহটি। খবর জানাজানি হতেই চিতাবাঘের দেহ দেখতে ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় গরুমারা বন্যপ্রাণ বিভাগের মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীদের। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃত চিতাবাঘ টি পুরুষ এবং পূর্ণবয়স্ক। তবে প্রাণীটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা জানা যাবে।

Advertisement

[আরও পড়ুন: ডাক পেয়েও রেলের অনুষ্ঠানে গরহাজির শত্রুঘ্ন সিনহা, ‘সৌজন্যবোধ নেই’, কটাক্ষ অগ্নিমিত্রার]

প্রসঙ্গত, মালবাজারে চিতাবাঘের দেখা মেলে প্রায়ই। কিছুদিন ধরেই সন্ধে হলেই এলাকা থেকে উধাও হয়ে যাচ্ছিল ছাগল, কুকুর। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন স্থানীয়রা। সেই কারণেই জঙ্গলে পাতা হয়েছিল চিতাবাঘ। তাতে ধরাও পড়ে চিতাবাঘটি।

[আরও পড়ুন: কোচবিহারে নদীতে মিলল তরুণীর দেহ, খুন নাকি আত্মহত্যা? ক্রমশ ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement