Advertisement
Advertisement
দেহ

গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাসের সিটে মিলল চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হুগলিতে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a driver found a bus in Hooghly on monday

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 24, 2020 11:49 am
  • Updated:August 24, 2020 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসের মধ্যে চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলিতে (Hooghly)। বাসের সিটে বসা অবস্থায় মিলেছে ওই ব্যক্তির দেহ। মৃতের মেয়ের অভিযোগ, খুন করা হয়েছে তাঁর বাবাকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হুগলি-চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহরম আলি নামে ওই ব্যক্তি। সোমবার ২ নম্বর রুটের একটি বাসের মধ্যে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাসের সিটে বসা অবস্থায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেলে দেহ। মৃতের দেহে মিলেছে চাপ চাপ রক্তের দাগ। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান খুন করা হয়েছে ওই বাসচালককে।

Advertisement

[আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথকে বহিরাগত বলতে পারে অসুস্থ এবং পাগলরাই’, উপাচার্যকে তীব্র আক্রমণ অনুব্রতর]

মৃতের এক সহকর্মীর জানিয়েছেন, মৃত মহরম আলি নিয়মিত নেশা করতেন। সেই মদ খাওয়া নিয়ে কারও সঙ্গে ঝামেলা থেকেও এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। তবে ঠিক কী হয়েছিল রবিবার রাতে? ঘটনার পিছনে কার যোগ রয়েছে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: রাজ্যে সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ, চিন্তায় রাখছে উঃ ২৪ পরগনার করোনা পরিস্থিতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement