Advertisement
Advertisement

Breaking News

Kalna

৩ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেওর-বউদির দেহ! নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?

দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Body of a couple found in Kalna

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 20, 2024 3:28 pm
  • Updated:May 20, 2024 4:37 pm  

অভিষেক চৌধুরী, কালনা: সম্পর্কের টানাপোড়েনের জের। সাতসকালে টাওয়ারে উদ্ধার দেওর-বউদির ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনার (Kalna) বৃদ্ধপাড়ায়। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছ, মৃত যুবকের নাম কৃষ্ণ সোরেন। বয়স ৩০ বছর। মৃতার নাম অপর্ণা সোরেন। অনেক ছোট বয়সে আটঘড়িয়া সিমরন পঞ্চায়েতের বৃদ্ধপাড়া সারগড়িয়ার বাসিন্দা কার্তিক সোরেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তানও আছে। জানা গিয়েছে, সম্প্রতি খুড়তুতো দেওর কৃষ্ণর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অপর্ণার। স্থানীয় সূত্রে খবর, দিন তিনেক আগে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান কৃষ্ণ ও অপর্ণা। বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করলেও হদিশ মেলেনি। এর পর সোমবার সকালে বৃদ্ধপাড়া সারগড়িয়ার কৃষ্ণগড় এলাকার একটি টাওয়ারে উদ্ধার হয় দুজনের ঝুলন্ত দেহ।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি, পঞ্চম দফার ভোটে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা]

এলাকার বাসিন্দারা দেহদুটি দেখামাত্রই পুলিশকে বিষয়টি জানান। এর পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত কৃষ্ণ সোরেনের ভাই বিষ্ণু বলেন, কীভাবে কী হয়েছে তা তাঁদের জানা নেই। এদিকে মৃতার স্বামীও জানিয়েছেন যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তাঁর কোনও ধারণাই ছিল না।

[আরও পড়ুন: লকেটের ‘চোরে’র পালটা অসীমার ‘ডাকাত’, ধনেখালিতে ধুন্ধুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement