Advertisement
Advertisement
Murshidabad

বহরমপুরের লজে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, উদ্ধার নগ্ন দেহ

লজ সূত্রে খবর, গত দুদিন ধরে ওই ব্যবসায়ীর দেখা পাচ্ছিলেন না কেউ। দরজা বন্ধ ছিল ভিতর থেকে।

Body of a businessman found in a hotel in Murshidabad | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 25, 2024 4:42 pm
  • Updated:February 25, 2024 4:42 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: বহরমপুরের বানজেটিয়ার লজে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার নগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম মহম্মদ মোকাদ্দেস আলি। তাঁর বস ৫২ বছর। বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। বছর দুয়েক ধরে বানজেটিয়ার ওই লজের একটি ঘর মাঝে মধ্যেই ভাড়া নিতেন তিনি। লজ মালিকের দাবি, ৩ হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকতেন ওই ব্যবসায়ী। দিন পাঁচেক আগে ওই লজে গিয়েছিলেন মোকাদ্দেস। লজ সূত্রে খবর, গত দুদিন ধরে ওই ব্যবসায়ীর দেখা পাচ্ছিলেন না কেউ। দরজা বন্ধ ছিল ভিতর থেকে।

Advertisement

[আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২]

রবিবার সকালে দুর্গন্ধ পান লজের কর্মীরা। এর পরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, বিছানায় মশারি টানানো ছিল। তার মধ্যেই মোকাদ্দেসের নগ্ন দেহ পড়ে ছিল। পরিবারের দাবি, ব্যবসার কারণে ওই ব্যক্তি কিছু ঋণ করেছিলেন। শারীরিক অসুস্থতাও ছিল। কিন্তু কেন এই মৃত্যু, তা এখনও ধোঁয়াশা।

[আরও পড়ুন: লাগাতার হিংসায় জ্বলছে সন্দেশখালি, কী বলছেন তারকা সাংসদ নুসরত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement