Advertisement
Advertisement

Breaking News

Murder

মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় উদ্ধার মাছ ব্যবসায়ীর দেহ, ঘনাচ্ছে রহস্য

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a business man found in Galsi, West Bengal | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2022 9:45 am
  • Updated:April 4, 2022 9:45 am  

সৌরভ মাজি, বর্ধমান: ফের খুনের ঘটনা বাংলায়। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গলসি (Galsi) থানার সন্তোষপুর। ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে এই নৃশংসতা তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। এদিন রাতে পূর্ব বর্ধমানের গলসির সন্তোষপুরের কয়েকজন বাসিন্দা এলাকার একটি পুকুরের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই দেখেন যুবকের মাথায় বিধে রয়েছে কুড়ুল। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেওয়া হয়। খবর যায় থানায়। পুলিশ ঘটনাস্থলে যেতেই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: সাইকেল সারানো ও রাজনীতি, মাঝের সময়টুকুতে পড়াশোনা করেই অধ্যাপক হতে চলেছেন যুবক]

কে এই যুবক? জানা গিয়েছে, মৃত যুবকের নাম উৎপল ঘোষ। সন্তোষপুর এলাকারই বাসিন্দা ছিল তিনি। পেশায় মাছের ব্যবসায়ী। পরিবারের দাবি, রবিবার রাতে একটি ফোন এসেছিল উৎপলের কাছে। তারপর বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ফলে এলাকায় খোঁজখবর শুরু করেছিলেন পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পর এলাকার পুকুরের ধার থেকে উদ্ধার হয় যুবকের দেহ।

কী কারণে এই খুন? বিষয়টি এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাছ চাষ সংক্রান্ত বিবাদের কারণেই হয়তো পরিকল্পনামাফিক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে যুবককে। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: সুপারি কিলারদের আশ্রয় দিয়েছিল আগরবাতিওয়ালা আসিক! তপন কান্দু খুনের চক্রীকে দেখে তাজ্জব গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement