Advertisement
Advertisement
Agarpara

কাপড়ে বাঁধা হাত-পা-মুখ! ৫ দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল শিশুর দেহ

লিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব পরিবার।

Body of 8 years old child found in Agarpara | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 3, 2024 7:37 pm
  • Updated:February 3, 2024 10:28 pm  

অর্ণব দাস, বারাকপুর: পাঁচদিন ধরে নিখোঁজ। খোঁজ করেও উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ। শনিবার আগরপাড়ার এলাকার একটি ডোবা থেকে সেই ৮ বছরের শিশুর দেহ উদ্ধার হয়। তার হাত-পা বাঁধা,মুখে রুমাল বাঁধা অবস্থায় ছিল সে। এর পরই বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে মৃতের পরিবার ও স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন তাঁরা। কে বা কারা খুন করেছে তাদের গ্রেপ্তারির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা।

অভিযোগ, ৫ দিন আগে আগরপাড়ার বছর ৮-এর ইমতিয়াজ হোসেন নিখোঁজ হয়। পরিবারের তরফ থেকে অনেক খোজাখুঁজি করার পরও তাকে না পেয়ে খড়দহ থানায় অভিযোগ জানানো হয়। তবে পুলিশ তদন্ত শুরু করলেও কোন খোঁজ মেলেনি। অবশেষে আজ দুপুরে স্থানীয় একটি জুটমিলের মাঠের পাশে জলাশয়ের ধার থেকে হাত-পা বাঁধা,মুখে রুমাল বাঁধা অবস্থায় মৃত ইমতিয়াজকে পাওয়া যায়।

Advertisement

[আরও পড়ুন: আড়ালে বসে ষড়যন্ত্র, ‘পিকচারে’ না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই! বিস্ফোরক CBI]

তার পরেই স্থানীয়রা উত্তেজিত হয়ে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচদা শুরু হয়। অবশেষে পুলিশের আশ্বাসের অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে ২৪ ঘন্টা মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে বিটি রোডে ব্যপক যানজট তৈরি হয়ে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

 

[আরও পড়ুন: শোয়েব অতীত, শামির সঙ্গে ঘর বাঁধছেন সানিয়া? ভাইরাল ছবি ঘিরে শোরগোল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement