Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

মুর্শিদাবাদে রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার ৪ যুবকের ক্ষতবিক্ষত দেহ, দুর্ঘটনা নাকি খুন?

মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য ।

Body of 4 youth found in Murshidabad | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 14, 2022 9:12 am
  • Updated:March 14, 2022 9:12 am  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: অজ্ঞাত পরিচয় চার যুবকের রহস্যমৃত্যু। সাতসকালে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি-সাঁইথিয়া রাজ্যসড়কের ধার থেকে উদ্ধার হয় চারজনের ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়েই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল যুবকদের? দুর্ঘটনা নাকি পিটিয়ে খুন? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানা এলাকাযর খেরজুনা গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন মাঠে পড়েছিল চার যুবকের দেহ। সোমবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেহগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহগুলি। পাঠায় ময়নাতদন্তে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই চারজনের। কারণ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইকও। অনুমান, গভীর রাতে দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকদের। তবে ঘটনার নেপথ্যে অন্য রহস্য রয়েছে বলেই দাবি স্থানীয়দের।

Advertisement

[আরও পড়ুন: পুরুলিয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কংগ্রেস কাউন্সিলরের, প্রতিবাদে বন্‌ধের ডাক]

তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, অন্য কোথাও এই যুবকদের পিটিয়ে খুন করে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে। তাঁদের যুক্তি, দুর্ঘটনা হলে চারটি মৃতদেহ বিভিন্ন জায়গায় কালভার্টের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকত না। রাতের টহলদারি পুলিশ নিশ্চয়ও বিষয়টি টের পেতেন। এলাকাবাসীর কথায়, পুরো বিষয়টি রহস্যজনক। এদিকে, মৃতরা কেউ এলাকার বা আশপাশের গ্রামের বাসিন্দাও নয় বলেই স্থানীয়দের দাবি।

সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিচয়, ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। শনাক্তকরণের পর ঘটনার শিকড়ে পৌঁছনো সহজ হবে বলেই মনে করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই জানা যাবে চার যুবকের মৃত্যুর কারণ।

[আরও পড়ুন: সুন্দরবনে ফের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার, নদী সাঁতরে জঙ্গলে মিলিয়ে গেল দক্ষিণরায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement