Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

সরকারি হাসপাতালের শৌচাগারে পড়ে যুবকের দেহ, কয়েকদিন পর উদ্ধারে বাড়ছে রহস্য

কীভাবে হাসপাতালের শৌচাগারে দেহ এতদিন পড়ে রইল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Body found inside Jalpaiguri Medical College Hospital bathroom
Published by: Paramita Paul
  • Posted:April 9, 2024 2:28 pm
  • Updated:April 9, 2024 2:28 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: সরকারি হাসপাতালে যুবকের রহস্য মৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, দেহটি বেশ কয়েকদিনের পুরনো। শৌচাগার থেকে দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি জানাজানি হয়। কীভাবে হাসপাতালের শৌচাগারে দেহ এতদিন পড়ে রইল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চারতলার শৌচাগার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় যুবকের পচাগলা দেহ। মৃতের নাম, পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেহটি বেশ কয়েকদিন আগের। দেহে পচন ধরে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। তাতেই এই দেহ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনের আগে চড়ছে শেয়ার বাজার, প্রথমবার ৭৫ হাজারের গণ্ডি পার সেনসেক্সের]

হাসপাতালের চারতলাতেই রয়েছে হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ড। ব্যস্ততম এই বিভাগের পাশেই রয়েছে শৌচাগার। হাসপাতালের কর্মীদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, মৃত যুবক চিকিৎসাধীন রোগী নয়। মৃত যুবক রোগীর আত্মীয় কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: দিল্লিতে প্রতিবাদের আঁচ বাড়াচ্ছে তৃণমূল, সকাল থেকে থানার বাইরে অবস্থান, যোগ দিল আপও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement