পলাশ পাত্র, তেহট্ট: ডিঙি নৌকা চড়ে ভাগীরথী পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। অপর এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে বেথুয়াডহরি হাসপাতালে। শনিবারের ঘটনা।
[শরীর নিয়ে ‘বাড়াবাড়ি’, প্রাণ খোয়াতে হল ২৩ বছরের এই মডেলকে]
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে ঘাট থেকে দুই ব্যক্তি ডিঙি নিয়ে ভাগীরথীতে নামেন। কিছু দূর যাওয়ার পরই নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায় ডিঙিটি। আপ্রাণ চেষ্টা করেও রক্ষা পাননি কাঁদন রাজবংশী (৬২) নামে এক বৃদ্ধ। তাঁর সঙ্গেই ডিঙিতে ছিলেন বছর আটচল্লিশের অক্ষয় দে। তিনি কোনওভাবে সাঁতরে পাড়ে ওঠেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যায়।
[উত্তর কোরিয়ার বিমানে যাত্রীদের কী খেতে দেওয়া হয় জানেন?]
ছোট ডিঙিতে নদী পারাপার কোনও নতুন ঘটনা নয়। প্রতিদিন বিভিন্ন নদীঘাটে এভাবে বহু মানুষই পারাপার করেন। কিন্তু এরসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুর্ঘটনার হারও। স্থানীয়দের একাংশের দাবি, নদী পারাপারের ক্ষেত্রে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার। এমনিতেই ভরা নদীতে এপার ওপার ঝুঁকিবহুল। তার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়, ডিঙি বা নৌকায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে মাঝ নদীতে ডিঙি নৌকা ভিড়তে না ভিড়তেই কখনও বা নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। আবার কখনও বা ভার সামলাতে হিমশিম খায় ডিঙি।
[পাক জঙ্গিদের হাতে নিকেশ ১০ ইরানি সেনা, চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি তেহরানের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.