Advertisement
Advertisement

Breaking News

করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত বিএন বসু হাসপাতালের এক মহিলা চিকিৎসক, আংশিক বন্ধ পরিষেবা

আক্রান্তের সংস্পর্শে আসায় ৭০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। 

BN Bose hospital's lady doctor tested corona positive in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:April 21, 2020 7:30 pm
  • Updated:April 21, 2020 9:31 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ফের রাজ্যে খোঁজ মিলল করোনা সংক্রামিতের। আবার আক্রান্ত হলেন এক চিকিৎসক। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাকপুর। বিএন বসু মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তিনি। আপাতত তাঁর চিকিৎসা চলছে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা অন্তত ৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের উপর নজর রেখেছে স্বাস্থ্যদপ্তর। 

বিএন বসু মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। দিনকয়েক আগে এই হাসপাতালে এক বৃদ্ধার চিকিৎসা করেন ওই মহিলা চিকিৎসক। পরে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। উপসর্গ না থাকা  সত্ত্বেও সন্দেহ হয় চিকিৎসকের। পরীক্ষা করার পর সোমবারই জানা যায় করোনা আক্রান্ত তিনি। এরপরই তাঁকে পাঠানো হয় বারাসতের করোনা হাসপাতালে। চিকিৎসকের করোনা সংক্রমণের খবর আসামাত্রই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর সংস্পর্শে আসায় ওই হাসপাতালের ২২ জন চিকিৎসক, ৮ জন নার্স এবং পরিবারের সদস্য-সহ মোট ৭০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।  জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা বলেন, “স্বাস্থ্যদপ্তরকে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ীই সমস্ত কাজ হবে।”

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় নির্দেশেও খুলছে না রাজ্যের লৌহ-ইস্পাত শিল্পক্ষেত্রের দরজা, বাড়ছে অনিশ্চয়তা]

হাসপাতাল সূত্রে খবর, আপাতত জরুরি বিভাগ, ডায়ালিসিস বিভাগ, প্রসূতি বিভাগ, নাক-কান-গলা বিভাগ খোলা থাকবে। তবে বাকি ওয়ার্ড করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখতে হবে। এদিকে, ওই মহিলা চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণের পর গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার চিন্তাভাবনা শুরু করেছে বারাকপুর পুরসভা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement