Advertisement
Advertisement

বিএমডব্লিউ কর্তাদের সঙ্গে বৈঠক আশাব্যঞ্জক, জানালেন অমিত মিত্র

বাংলায় বিনিয়োগের জন্য যে সব পথ খোলা রয়েছে, বিএমডব্লিউ কর্তৃপক্ষকে তাও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে৷

BMW had a meeting with delegation from Bengal and It was a productive meeting says Amit Mitra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 7:39 pm
  • Updated:September 6, 2016 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে রাজ্যে শিল্পায়নের উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিল্পের খোঁজেই মাদারের সেইন্টহুড প্রাপ্তি পর্ব মিটতেই পাড়ি দিয়েছেন মিউনিখে৷ সেখান থেকে সম্ভবত বাংলার জন্য ভাল খবর নিয়েই ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, বিএমডব্লিউ কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক ফলপ্রসূ৷

Crq9F4IUEAEodXaঠিক যে সময় রাজ্যের জন্য এই শিল্প সম্ভাবনা দেখা গিয়েছে তা বেশ তাৎপর্যপূর্ণ৷ সিঙ্গুরে বাম আমলের প্রস্তাবিত ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট৷ সেই সঙ্গে  কৃষকদের জমি ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এই ঘটনাকে যখন অনেকেই বড় জয় হিসেবে মনে করছে রাজনৈতিক মহল, তখন কারও কারও মতে রাজ্য সরকারের কাছে তা পরাজয়ই৷ এতে রাজ্যের শিল্প সম্ভাবনা প্রায় বিনষ্ট হয়েছে বলেও মত পোষণ করেছিলেন কেউ কেউ৷ কিন্তু সে প্রচার যে ভুয়া এদিন অমিত মিত্রর কথা যেন তারই ইঙ্গিত দিল৷ মিউনিখ থেকে অর্থমন্ত্রী জানিয়ে দিলেন,  ‘প্রায় ঘন্টা তিনেক আলোচনা হয়েছে বিএমডব্লিউ কোম্পানির শীর্ষ আধিকারিকদের সঙ্গে৷ তিনটে প্রেজেন্টশন দিয়েছেন ওঁরা৷ রাজ্যে ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পের ব্যাপারেই আগ্রহী তাঁরা৷ এছাড়া আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ পুরো আলোচনাই আশাব্যঞ্জক৷’ সেই সঙ্গে অর্থমন্ত্রী জানান, রাজ্যে যে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে তা জানেন লগ্নিকারীরা৷ আর তা বিএমডব্লিউ প্রথম কোনও রাজ্যে হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গেই শিল্পস্থাপন বিষয়ে কথাবার্তায় আগ্রহী হল৷

Advertisement

রাজ্যের ক্ষেত্রে যা সুখবর বলেই মনে করছেন অনেকে৷ মমতা সরকারের প্রথম দফায় গ্রাম-বাংলা থেকে মফস্বলে উন্নয়নের নানা মুখ দেখা গেলেও, রাজ্যে শিল্প না আসা  নিয়ে অখুশি ছিল শিক্ষিতমহল৷ সিঙ্গুরে মমতার জমিরক্ষা আন্দোলন তাঁকে ক্ষমতায় এনে দিলেও, সিঙ্গুর থেকে টাটাদের শিল্প ফিরে যাওয়া কাঁটার মতোই লেগে ছিল সরকারের সমস্ত সাফল্যের গায়ে৷ বিগত পাঁচ বছরে সেই অর্থে বড় কোনও শিল্পের দিশা দেখেনি রাজ্য৷ দ্বিতীয় দফায় তাই শিল্প আনাই ছিল তাঁর সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷ এবার তাই মরিয়া প্রয়াস রাজ্য সরকারের৷ বাংলায় বিনিয়োগের জন্য যে সব পথ খোলা রয়েছে, বিএমডব্লিউ কর্তৃপক্ষকে তাও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement