Advertisement
Advertisement

কুপ্রস্তাব মানেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বেধড়ক মারধর আশাকর্মীর

ওই মহিলা এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ৷

BMOH beaten by a woman
Published by: Sayani Sen
  • Posted:March 11, 2019 9:00 pm
  • Updated:March 12, 2019 8:36 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রতিনিয়ত কুপ্রস্তাব দিত আশাকর্মী। লজ্জায় কাউকে কিছুই জানাতে পারতেন না তিনি। অভিযোগ, ওই আশাকর্মী তাঁর থেকে টাকাও দাবি করতেন৷ টাকা না দিতে পারলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হত৷ কিন্তু আশাকর্মীর চাহিদা মতো টাকার জোগান দিতে পারেননি এটাই ছিল তাঁর ‘অপরাধ’৷ আর তার জেরেই অবশেষে হাসপাতালে চড়াও হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে বেধড়ক মারধর করল আশাকর্মী৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। আক্রান্ত ওই আধিকারিককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

[বারাকপুরে প্রার্থী হওয়া নিয়ে দীনেশ-অর্জুন কোন্দল, বিবাদ মেটাতে আসরে মমতা]

সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বামীকে নিয়ে হাসপাতালে চলে আসেন আশাকর্মী শিপ্রা দাস। সঙ্গে ছিল তার স্বামী শৈলেন্দ্র দাস। অভিযোগ, ব্লক স্বাস্থ্য আধিকারিকের ঘরে ঢুকে পড়ে দুজনেই৷ এরপর জোর করে বাইরে বের করে আনা হয় ওই আধিকারিককে৷ মাটিতে ফেলে দেওয়া হয় আধিকারিককে৷ জুতোপেটা করতে করতে জামাও ছিঁড়ে দেওয়া হয় তাঁর। আচমকা এই মারধরের ঘটনা দেখে হতচকিত হয়ে যান হাসপাতালে উপস্থিত সকলেই৷ আধিকারিককে মারমুখী আশাকর্মীর হাত থেকে রক্ষা করেন তাঁরাই৷ আক্রান্ত আধিকারিককে গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রয়েছেন তিনি৷ ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় এসিএমওএইচ ইন্দ্রনীল সরকার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আশাকর্মী এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

[পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়িতে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

এ বিষয়ে আক্রান্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আশাকর্মী হয়ে বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করতেন ওই মহিলা। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি৷ উনি আত্মহত্যার হুমকি দিতেন। টাকাপয়সা চাইতেন। তাঁকে বাধা দেওয়ায় আমাকে এভাবে মারধর করা হয়েছে।’’ তবে এ বিষয়ে আশাকর্মীর পালটা দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকই তাকে কুপ্রস্তাব দিতেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement