Advertisement
Advertisement

রক্ত সংকটে বিপাকে ক্যানসার রোগীরা, অস্থায়ী রক্তদান শিবির করে সমাধান

চাহিদা বেড়ে যাওয়াতেই এই সমস্যা৷

Blood donation camp in Durgapur
Published by: Bishakha Pal
  • Posted:February 16, 2019 5:47 pm
  • Updated:February 16, 2019 5:47 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আচমকাই রক্ত সংকট দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ ভাঁড়ারে A+ গ্রুপের রক্ত অমিল৷ শনিবার সকালে এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় হাত৷ একটি ক্যানসার হাসপাতালে এই বিশেষ গ্রুপের রক্তের চাহিদা মেটাতে গিয়েই আকাল বলে জানা গেছে৷ তড়িঘড়ি আপৎকালীন রক্তদান শিবির করে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর ভলেণ্টারি ব্লাড ডোনার্স ফোরাম৷

শনিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে B+ রক্ত ছিল ২৫ ইউনিট, O+ ৯৪ ইউনিট, AB+ ৯ ইউনিট৷ অন্যদিকে B-  ৪ ইউনিট এবং O-  মাত্র ১ ইউনিট মজুত ছিল৷ A-, AB- ও A+ গ্রুপের রক্ত শূন্য হয়ে যায়৷ এদিকে A+ গ্রূপের রক্তের চাহিদা থাকায় এদিন সকাল থেকে এই গ্রুপের রক্ত নিতে রোগী ও তাদের পরিবারও আসতে থাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ কিন্তু বিফল হয়ে ফিরে যেতে হয়৷ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস জানান, “হঠাৎ করেই এই সংকট দেখা দিয়েছে৷ চাহিদা বেড়ে যাওয়াতেই এই সমস্যা৷ যোগান বৃদ্ধির জন্য সবরকমের চেষ্টা করা হচ্ছে৷”

Advertisement

ফাঁসই যেন রুটিন! মাধ্যমিকের চতুর্থ দিনে ভূগোল প্রশ্নও হোয়াটসঅ্যাপে ]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, A+ ও B+ রক্ত দৈনিক গড়ে সাত থেকে আট ইউনিট রক্ত লাগে বলে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ কিন্তু তুলনামুলকভাবে A+ ও B+ গ্রুপের রক্তদাতার সংখ্যা কম থাকায়, এই রক্ত সংগ্রহও কম হয় বলে জানা গেছে৷ শনিবারের রক্ত সংকট মেটাতে আপৎকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুরে হাসপাতালেই এর আয়োজন করে দুর্গাপুর ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও অটো চালকদের ‘আমাদের পরিবহন সংস্থা’৷ মোট ৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এই আপৎকালীন শিবির থেকে৷ এর মধ্যে তিন জন এই প্রথম রক্তদান করেন বলে জানা গেছে৷ শিবির থেকে এক ইউনিট A- রক্ত সংগ্রহ করা হলেও তাও এদিনই রোগীকে দিয়ে দেওয়া হয়৷ দুর্গাপুর মহকুমা ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ জানান, “জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রূপের রক্তদাতাদের রক্তদান করার জন্যে আহ্বান জানানো হয়৷ চারজন অটো চালকও রক্তদান করেন৷ রবিবার থেকে ধারাবাহিক শিবির করে এই সংকট মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷”

পুরুলিয়ায় মাওবাদী হামলা রুখতে মহড়া সিআরপিএফের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement